#বীরভূম: শীতের (winter) শুরুতেই বৃষ্টি। জন জীবন বিপর্যস্ত বীরভূমে (Birbhum)। তবে বৃষ্টি থামলেই জাঁকিয়ে শীত পড়বে বলে জানা যাচ্ছে। আর তার জন্য প্রস্তুত হচ্ছে বীরভূমবাসী। কালীপুজো শেষ হতেই ঢুকে পড়ে শীত। একটা হালকা শীতের আমেজে সঙ্গে নিয়েই পেরোয় কালী পুজো। ভোর বেলা বেশ ঠান্ডা থাকে। বেলা বাড়তেই একটু গরম বাড়ে এবং পাখা চালাতে হয়। কিন্তু রাতের দিকে ফের বেশ ঠান্ডা লাগে। আর সেই ঠান্ডা থেকে বাঁচতে তখন ভরসা হালকা চাদর।
তবে শীতের আমেজে হঠাৎই আজ সকাল থেকে বীরভূমের আকাশে দেখা যায় হালকা কালো মেঘের সমাবেশ। সময়ে পেরোতেই বাড়তে থাকে আকাশের মেঘ। তার পরে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তবে প্রথমে হালকা বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে তা আকার নেয় মাঝারি বৃষ্টিতে। তাই সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ি থেকে বেরোনো যাবে কি না এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে অনেকের মাথাতেই। বৃষ্টি বাড়তে থাকায় বর্ষাতি বা ছাতা ছাড়া বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ। কারণ এই বৃষ্টি একটু গায়ে লাগতেই সর্দি কাশি একদম অনিবার্য। তাই সকাল থেকেই দারুণ ভাবে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকেই প্রায় বন্ধ হয়ে যায় কাজ কর্ম। তবে সরকারি পুলিশ কর্মী কিংবা স্বাস্থ্য কর্মীদের বর্ষাতি পরেও যেতে হচ্ছে কর্ম ক্ষেত্রে। কিন্তু তাঁদের কাজে যেতে হলেও ব্যবসায়ীরা পড়েছেন দারুন সঙ্কটে।
আরও পড়ুন- বছরে ৩ কোটি টাকার প্রতারণা! পিঙ্ক ফ্রড কল সেন্টারের ৬ মহিলা গ্রেফতার
বৃষ্টি ক্রমশ বাড়তে থাকায় দোকান খোলা নিয়ে দ্বন্দ্বে ছিলেন তাঁরা। তবে দিন যত বাড়ছে , মানুষ আশায় রয়েছে যে, বৃষ্টি একটু হলেও কমবে। কিন্তু সময় এগোতেই ধীরে ধীরে বাড়ছে বৃষ্টি। পাশাপাশি বৃষ্টি বাড়তে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গৃহ পালিত পশুদের নিয়েও। এমনকি ক্ষতি হচ্ছে ধান চাষেও। সমস্যায় পড়ছে গ্রামের ধান চাষীরা। এতো সমস্যার মাঝেও কিন্তু লাভবান ছাতা ব্যবসায়ীরা। এই শীতের মাঝে বৃষ্টির আমেজে ছাতা বর্ষাতি বিক্রি করে একটু হলেও লাভের মুখ দেখছেন তাঁরা। সকাল থেকে বৃষ্টির কারণে অন্য কোনও দোকান পাট না খুললেও সকাল সকাল কিন্তু ঠিকই দোকানে বসছেন ছাতা ব্যবসায়ীরা। বৃষ্টি মিটতেই শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বীরভূমের মানুষ আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে বিশেষ উপহারে মুগ্ধ করলেন বাংলার তাঁতশিল্পী বীরেন কুমার বসাক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum