#বীরভূম : সরকারি হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভাব অভিযোগ উঠে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সঠিক সময়ে খাবার না দেওয়ার অভিযোগ তুললেন রোগীরা।
জানা গিয়েছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের দুপুরের খাবার দেওয়া শুরু হয় দুপুর ১২ টার পর থেকে। কিন্তু নির্দিষ্ট কয়েকটি ফ্লোরে রোগীদের কাছে সেই খাবার পৌঁছাতে দুপুর আড়াইটা, তিনটে পর্যন্ত সময় লেগে যাচ্ছে। রোগীদের অভিযোগের পাশাপাশি হাসপাতালে গেলে, সেই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়।
রোগীদের কাছে সঠিক সময়ে খাবার না পৌঁছানোর এমন ঘটনা ঘটছে বিশেষ করে চতুর্থ তলার বিভিন্ন ওয়ার্ডে। তাদের কথায় প্রথম, দ্বিতীয় তলার রোগীরা নির্দিষ্ট সময়ে খাবার পেয়ে যাচ্ছেন। প্রশ্ন হলো যেখানে প্রথম এবং দ্বিতীয় তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন সেই জায়গায় কেন চতুর্থ তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন না?
আরও পড়ুন - স্কুলে যাওয়া বন্ধ, গলার অনেকটা অংশ বেঁকে গিয়েছে, ১৩ বছরের সপ্তাংশু আক্রান্ত বিরল রোগে
এই বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ নীলাঞ্জন মন্ডল থেকে শুরু করে রান্না করা ও খাবার বন্টনের দায়িত্বে থাকা কর্মীরা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, খাবার বন্টনের ক্ষেত্রে নাকি কর্মীদের অভাব! প্রশ্ন হলো এত বড় হাসপাতাল যেখানে জেলার বিভিন্ন জায়গায় এমনকি ভিন রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানে সঠিক সময়ে খাবার বন্টনের ক্ষেত্রে কেন কর্মীদের অভাব হবে?
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ হলেও সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিষয়টিকে গুরুতর বলেই জানিয়েছেন। তার আশ্বাস, তিনি নিজে হাসপাতালে গিয়ে বিষয়টি দেখবেন এবং খাবার বন্টন অথবা খাবারের গুণগত মানের ক্ষেত্রে কোনো রকম অভিযোগ থাকলে তা গুরুত্বসহকারে দেখা হবে। এর পাশাপাশি তিনি এও আশ্বাস দেন, যারা এই খাবার বন্টনের দায়িত্বে রয়েছেন তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Madhab Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।