Home /News /south-bengal /
Birbhum News: নানুর থানার পুলিশ কর্মীর দুটো কিডনিই নষ্ট, পাশে দাঁড়ালেন লেডি কনস্টেবল

Birbhum News: নানুর থানার পুলিশ কর্মীর দুটো কিডনিই নষ্ট, পাশে দাঁড়ালেন লেডি কনস্টেবল

ধুরী খায়রুল আলমের বড় ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন ছবিলা খাতুন।

 • Share this:

  #বীরভূম: সিউড়ির সাইবার সেলের লেডি কনস্টেবল ছবিলা খাতুন! পুলিশের ডিউটির পাশাপাশি বছরভর ব্যস্ত থাকেন সামাজিক বিভিন্ন কাজে। এবার তিনি সৃষ্টি করলেন নয়া দৃষ্টান্ত! বীরভূমের নানুর থানার এক পুলিশ কর্মী চৌধুরী খায়রুল আলমের দু'টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করতে হচ্ছে। শারীরিক কারণে নিয়মিত কাজ করতে পারছেন না, তাই রোজগার একেবারে তলানিতে এসে ঠেকেছে । সংসার, ছেলের পড়াশোনার খরচা চালানো দায়! এই পরিস্থিতিতে চৌধুরী খায়রুল আলমের বড় ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন ছবিলা খাতুন।

  কিডনির রোগে আক্রান্ত পুলিশ কর্মী চৌধুরী খায়রুল আলমের বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত সাঁওতা গ্রামে। একে নিত্যদিনের অভাব-অনটন লেগেই ছিল, তারউপর আবার কিডনির রোগ... সংসার চালানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এদিকে বড় ছেলে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেখানকার খরচা বিস্তর। সবদিক সামলাতে হিমশিম খাচ্ছিলেন অসুস্থ খায়রুল। এই সময় তাঁর পাশে দাঁড়ালেন ছবিলা খাতুন! চৌধুরী খায়রুল আলমের বড় ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন

  রবিবার সন্ধ্যায় ছবিলা খাতুন এবং তাঁর টিমের সদস্যরা পৌঁছে যান নানুরের সাঁওতা গ্রামে। সেখানে গিয়ে চৌধুরী খায়রুল আলমের বড় ছেলেকে সিউড়ি নিয়ে আসেন। জানা যায়, খায়রুল আলমের সাত বছরের ছেলে এখন থেকে ছবিলা খাতুনের বাড়িতে থেকেই পড়াশোনা করবে। পাশাপাশি, পুলিশকর্মী চৌধুরী খাইরুল আলমের পরিবারের সদস্যরা আবেদন জানিয়েছেন, কোনও সহৃদয় ব্যক্তি বা সংস্থা যদি তাঁদের পাশে দাঁড়ান, চিকিৎসার ব্যয়ভারের খানিকটা হলেও বহন করেন, তা হলে তাঁরা উপকৃত হবেন।

  Madhav Das

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Birbhum

  পরবর্তী খবর