হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিধানসভা ভোটের আগে সরগরম বীরভূম রাজনীতি, বিজেপি জেলা কমিটির নেতার তোপ অনুব্রতকে

বিধানসভা ভোটের আগে সরগরম বীরভূম রাজনীতি, বিজেপি জেলা কমিটির নেতার তোপ অনুব্রতকে

অনুব্রত মন্ডল কে হুমকি বিজেপি বীরভূম জেলা কমিটির নেতা মানস বন্দ্যোপাধ্যায়ের।২০২১ বিজেপি ক্ষমতায় আসলে রোলার চাপ৷

  • Last Updated :
  • Share this:

#রামপুরহাট: রামপুরহাটে পশ্চিমবঙ্গ বাঁচাও,গণতন্ত্র বাঁচাও মঞ্চ থেকে অনুব্রত মন্ডল কে হুমকি বিজেপি বীরভূম জেলা কমিটির নেতা মানস বন্দ্যোপাধ্যায়ের।তৃণমূল এর দালাল যারা করছেন,আপনারা দালালী করা বন্ধ করে দিন।২০২১ সাল আসতে বেশি দেরি নেই,২০২১ সালে যেদিন ভারতীয় জনতা পাটি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসবে সাধারণ মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টি কে আশীর্বাদ করবে।সেদিন ওই যিনি মোটা মতো অনুব্রত বাবু যিনি বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছেন আপনাকে বলে যাচ্ছি আপনি মৃত্যু ভয় কাকে বলে আপনি দেখতে পাবেন।আমাদের ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল বেরোবে আমাদের ভারতীয় জনতা পার্টি শহরে শহরে গ্রামে গ্রামে গেরুয়া আবীর ছড়িয়ে দেবে সেদিন আপনাকে একটা চাইনা ট্রলিতে বাঁধব আর পিছনে রোলার চলবে।মাঝে মাঝে চাইনা ট্রলিটা টা দাঁড়িয়ে যাবে আর রোলার টা এগিয়ে যাবে।আপনি সেদিন বুজবেন মৃত্যু ভয় কাকে বলে।পুলিশ প্রশাসন কে ও হুমকি দিয়ে বলেন পুলিশের পোশাকে পশ্চিমবঙ্গ পুলিশ লেখা বাচটা খুলে দিয়ে পিছনে লিখুন অনুব্রত মন্ডলের কেসটার পুলিশ বীরভূম জেলা শাখা।

Akshay Dhibar

Published by:Debalina Datta
First published:

Tags: Anubrata Mandal, Birbhum