#বীরভূম: জেলার বেশির ভাগ বুথে ভোটই হয়নি। কিন্তু বীরভূমের মহম্মদবাজারের মৌলপুর সিবি বিদ্যালয় বুথের ভোটারদের কালি দু আঙুলে। সোমবার ছিল তর্জনীতে কালি। একদিন পরেই কালির ফোঁটা পড়ল মধ্যমায়। দু-দু’বার ভোট দিলেন ৫৭২ বুথের ভোটাররা।
‘বোমা মারছিল, আমাদের বাঁচান স্যর ৷’এমনই আর্তি করছিলেন ভোটকর্মীরা। সোমবার, বীরভূমের মহম্মদবাজারের মৌলপুর সিবি বিদ্যালয়ের এই ছবি দেখেছিল গোটা রাজ্য। কিন্তু, বুধবার উলটো ছবি। বয়স কুড়ি হোক বা চার কুড়ি। সকলেরই দুই আঙুলে কালির ছাপ। কেন? রহস্য ভাঙলেন ভোটাররাই। বীরভূমের বেশির ভাগ বুথে ভোটই হয়নি। যেখানে ভোট হয়েছে তার মধ্যে ৬টি বুথে ভোট বানচাল হয়ে যায়। তাই ফের ভোট। জেলার বেশির ভাগ বুথ ভোট হয়নি। তারমধ্যে দু আঙুলে কালি লাগিয়ে দিব্যি খুশি মৌলপুর সহ ৬ বুথের ভোটাররা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Election Commission, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, South Bengal Panchayat Election 2018, Uluberia, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮