#বীরভূম: বীরভূমের এক কৃষকের টাকা লুটে নিয়েছিল কুখ্যাত জামতারা গ্যাং! সেই টাকাই অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে থেকে ফেরত নিয়ে এল বীরভূমের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। গত মাসে বীরভূমের রাজনগর থানা এলাকার রাওতাড়া গ্রামের এক কৃষকেকে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পরিচয়ে ফোন করে OTP জেনে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ১ লক্ষ টাকা ৬০ তুলে নেওয়া নেয় জামতারা গ্যাং!
বীরভূম সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করার পর আধিকারিকরা তদন্তে জানতে পারেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ওই টাকার গিফট কার্ড কেনা হয়েছে। ওই গিফট কার্ড কোড বাতিল করে অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে খোয়া যাওয়া টাকা কৃষকের অ্যাকাউন্টে ফিরিয়ে দিল বীরভূম সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
১লক্ষ ৬০ হাজার টাকা ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল রাউতারা গ্রামের বাসিন্দা উত্তম কুমার মন্ডল। নিজেই আজির হন এসপি অফিসে পুলিশদের ধন্যবাদ জানাতে। জানা যায়, ২২ জুলাই আচমকাই তাঁর মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। gst সংক্রান্ত ভুল হয়েছে এমনটা জানিয়ে ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে একজন তাঁর সঙ্তাগে কথা বলে। ফোনে পাঠানো হয় একটি OTP , জানতে চাওয়া হয় অ্যাকাউন্ট-এর বিস্তারিত! আর সেইসমস্ত তথ্য দিতেই কাম তামাম করে জামতারা গ্যাং!
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum