উদ্বাস্তুদের জমি রেকর্ড করে মানবিক দৃষ্টান্ত, বিদায়বেলায় সম্বর্ধিত এডিএম অসিম পাল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal news: সরকারি চাকরি মানে মানুষের দায়িত্ব পালন, কিন্তু মানুষের জন্য সরকারি চাকরি করে যে মানুষের মনে জায়গা পাওয়া যায় তারই দৃষ্টান্ত স্থাপন করলেন বীরভূমের এডিএম।
বীরভূম: সরকারি চাকরি মানে মানুষের দায়িত্ব পালন, কিন্তু মানুষের জন্য সরকারি চাকরি করে যে মানুষের মনে জায়গা পাওয়া যায় তারই দৃষ্টান্ত স্থাপন করলেন বীরভূমের এডিএম।
advertisement
বীরভূম জেলা প্রশাসনের এডিএম (ADM) হিসেবে কর্মরত অসিম পাল কলকাতায় বদলি হয়ে যাচ্ছেন। বিদায়ের আগে তাঁকে বোলপুর মহকুমার সুপুর গ্রামে এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধনা জানালেন এলাকার উদ্বাস্তু পরিবারগুলি।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম সফরের পর প্রশাসন উদ্যোগ নেয় এমন সমস্ত উদ্বাস্তু পরিবারের জমি রেকর্ড করার, যাদের জমির দলিল থাকলেও রেকর্ডের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অসীম পাল। তাঁর উদ্যোগ ও তদারকিতেই বহু উদ্বাস্তু পরিবারের জমি রেকর্ডের কাজ শেষ হয়। উদ্বাস্তুদের ভারতে থাকার গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠতে পারে জমির দলিল। তাই জমির দলিল হাতে পেয়ে খুশি হন অনেকেই। অসীম পালের বদলির খবরে তাই মনখারাপ অনেকেরই।
advertisement
ফলে বিদায়ের আগে এলাকার উদ্বাস্তু মানুষজন একত্রিত হয়ে কৃতজ্ঞতাস্বরূপ অসীম পালকে সম্মান জানায়। মানবিকতা ও দায়িত্ববোধের এই উদাহরণে জেলার সর্বত্র প্রশংসিত হচ্ছেন প্রশাসনিক আধিকারিক অসীম পাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উদ্বাস্তুদের জমি রেকর্ড করে মানবিক দৃষ্টান্ত, বিদায়বেলায় সম্বর্ধিত এডিএম অসিম পাল

