#ক্যানিং: ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু হল হেলমেটহীন বাইক আরোহীর। দীপাবলির রাতে দুর্ঘটনাটি ঘটে ক্যানিং থানার ডাবু এলাকায়। মৃতের নাম শিবশঙ্কর মণ্ডল (২২)।
ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিবশঙ্কর রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাইকে করে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় পরে। একটা বাইকে তিনজন ছিল। কারো মাথাতেই হেলমেট ছিল না। ঘটনায় তিনজনই জখম হলেও শিবশঙ্করের চোটের মাত্রা ছিল অনেক বেশি ৷ গুরুতর জখম অবস্থায় রাতে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিবশঙ্করের।
দীপাবলির দিন কলকাতাতেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্কুটি আরোহীর ৷ রবিবার সকালে লেক গার্ডেন্স ফ্লাইওভারের উপর ঘটনাটি ঘটে। স্কুটিটিকে আটক করে চারু মার্কেট থানার পুলিশ।