উধাও রেললাইন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পদাতিক ও হাটেবাজারে এক্সপ্রেস

News18 Bangla

News18 Bangla

উধাও রেললাইন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পদাতিক ও হাটেবাজারে এক্সপ্রেসের

  • Last Updated :
  • Share this:

    #মালদহ: প্রায় পাঁচ ঘণ্টা পর মালদহের সামসি স্টেশন থেকে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হল। ভোর থেকে জরুরি ভিত্তিতে মেরামত করা হয় লাইন।

    রবিবার ভোরে সামসি রেল স্টেশনের কাছে আপ লাইনে প্রায় এক ফুট এলাকার রেল লাইন উধাও হওয়ার ঘটনা চোখে পড়ে। ভোরে মালগাড়ি যাওয়ার সময় বিকট শব্দে থেকে যায় মালগাড়ি। প্রথমে তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গ্যাং ম্যানদের। সঙ্গে সঙ্গে ওই লাইনে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় আপ পদাতিক এক্সপ্রেস ও হাটেবাজারে এক্সপ্রেস। তবে ওই লাইন উধাও হওয়ার ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে রেল দফতর।

    First published:

    Tags: Maldah, Rail Accident, Train Disrupted