#মুর্শিদাবাদ: লকডাউনের জেরে সমস্যায় পড়েছিলেন বিড়ি শ্রমিকরা । রাজ্য সরকারের সিদ্ধান্ত, কিছু বিধিনিষেধ থাকলেও আপাতত লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হবে বিড়ি শিল্পকে। এতে খুশি মুর্শিদাবাদের কয়েক লক্ষ বিড়ি শ্রমিক। যতটা সম্ভব সাবধানতা নিয়েই কাজ চলছে জঙ্গিপুরের বিড়ি মহল্লায়।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রায় ছয় লক্ষ মানুষ বিড়ি শিল্পের উপর নির্ভরশীল। লকডাউনের জেরে হটাৎই বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় কষ্টের মধ্যে দিন কাটছিল বিড়ি শ্রমিকদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, লকডাউন এর আওতা থেকে আপাতত ছাড় দেওয়া হচ্ছে বিড়ি শিল্পকে। এতে খুশি জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ছয় লক্ষ শ্রমিক। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেই মহিলারা বিড়ি বাঁধতে ব্যস্ত জঙ্গিপুরের ঘরে ঘরে।
নোটবন্দির পরেও বিড়ি শিল্পে ধাক্কা এসেছিল। সেই ধাক্কা সামলাতে সামলাতেই করোনার জেরে লক ডাউন। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের বক্তব্য, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বেঁচে গেলেন বিড়ি শ্রমিকরা।
উৎপাদিত বিড়ি যদি অন্য রাজ্যেও পাঠান যায় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bidi Industry, Lockdown