#ভাটপাড়া: করোনা রোগীকে পোড়ানো ঘিরে উত্তেজনা ভাটপাড়ার মুক্তাপুর শ্মশানঘাটে। জানা যায়, মৃতদেহ পোড়াতে বাধা দেন স্থানীয়রা। শুরু হয় বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। এরপর, পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ান স্থানীয়রা। বাধ্য হয়েই, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ অভিযোগ, মহিলাদেরও মারধর করা হয়েছে। ৬ জন মহিলা আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ৩জনকে আটক করা।
ভাটপাড়া মুক্তাপুর শ্বশানঘাটে এক করোনা রোগীর মৃতদেহ পোড়ানো নিয়ে গতকাল গভীর রাতে স্থানীয়দের সঙ্গে বসচা শুরু হয় ভাটপাড়া থানার পুলিশের। করোনা রোগীর মৃতদেহ দাহ করতে বাধা দেয় স্থানীয়রা। এরপর শ্বশানঘাটে পোঁছায় বিশাল পুলিশ বাহিনী, লাঠিচার্জ করে হটিয়ে দেয় বিক্ষোভকারীদের । অভিযোগ, রেহাই পাননি মহিলারাও।পুলিশ মহিলাদের উপরও লাঠিচার্জ করে।পুলিশের লাঠির ঘায়ে আহত হন ৬ জন মহিলা। এই ঘটনায় ভাটাপাড়া মুক্তপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।