• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • নতুন করে আন্দোলনের প্রস্তুতি, নিখোঁজ ভাঙড় আন্দোলনে যুক্ত CPIML নেতা

নতুন করে আন্দোলনের প্রস্তুতি, নিখোঁজ ভাঙড় আন্দোলনে যুক্ত CPIML নেতা

এর মধ্যেই নিখোঁজ CPIML নেতাকে নিয়ে তৈরী হয়েছে নয়া বিতর্ক ৷

এর মধ্যেই নিখোঁজ CPIML নেতাকে নিয়ে তৈরী হয়েছে নয়া বিতর্ক ৷

এর মধ্যেই নিখোঁজ CPIML নেতাকে নিয়ে তৈরী হয়েছে নয়া বিতর্ক ৷

 • Share this:

   #ভাঙড়: ভাঙড় পরিস্থিতিতে জট আরও গভীর ৷ একদিকে ভাঙড়বাসীদের একাংশ সাবস্টেশনের স্বপক্ষে নিজেদের সমর্থন জানাচ্ছেন, আর অন্যদিকে ভাঙড়ে সাবস্টেশনের কাজ বন্ধ করতে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীরা ৷ এর মধ্যেই নিখোঁজ CPIML নেতাকে নিয়ে তৈরী হয়েছে নয়া বিতর্ক ৷

  ভাঙড় আন্দোলনে নয়া বিতর্ক। নিখোঁজ সিপিআইএমএল রেড স্টারের সাধারণ সম্পাদক কে এন রামচন্দ্রন। রেডস্টার সূত্রে খবর, গতকাল বিকেলে লখনউ থেকে কলকাতা আসেন তিনি। চিৎপুরে, কলকাতা স্টেশনে তাঁকে নিতে যান সংগঠনের কয়েকজন সদস্য। কিন্তু সেখানে তাঁর আর খোঁজ মেলেনি। মোবাইলেও যোগাযোগ করা যায়নি। এরপরই রেডস্টারের তরফে অভিযোগ ওঠে, ভাঙড় আন্দোলনকে ঠেকাতেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে রেডস্টারের কোনও নেতাকে গ্রেফতার বা আটকের কথা ঘোষণা করা হয়নি।

  একদিকে ভাঙড়ে পাওয়ার সাবস্টেশন নির্মাণে ইচ্ছুক গ্রামবাসীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন ৷ আবার অন্যদিকে, পাওয়ার গ্রিড নির্মাণ বন্ধ করতে চেয়ে শুরু করা আন্দোলনকে কলকাতায় আনতে চাইছেন বিক্ষুব্ধরা ৷

  যৌথ আন্দোলনের প্রস্তুতি চলছে ভাঙড়ে ৷ এই আন্দোলনে যোগ দিতে রাজ্যে ও দেশের অন্যান্য সংগঠনকেও আহ্বান করা হয়েছে ৷ এবার কলকাতায় এসে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা ৷

  First published: