হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মদ খাওয়ার প্রতিবাদ করায় তাণ্ডব, মদ্যপ যুবকদের হাতে আহত এলাকাবাসীরা

Berhampore Incident : মদ খাওয়ার প্রতিবাদ করায় তাণ্ডব, মদ্যপ যুবকদের হাতে আহত এলাকাবাসীরা

আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

Berhampore Incident : সোমবার রাত্রে স্থানীয় গির্জাপাড়া এলাকায় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় এলাকায় গালিগালাজ শুরু করে

  • Share this:

বহরমপুর : মদ খাওয়ার প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে আহত বেশ কয়েকজন বহরমপুরবাসী (Berhampore) । জানা গিয়েছে, সোমবার রাত্রে স্থানীয় গির্জাপাড়া এলাকায় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় এলাকায় গালিগালাজ শুরু করে। এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তারই প্রতিবাদ করে।

অভিযোগ, তারপরেই ১০-১২জন যুবক মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে এসে এলাকার মানুষ ও মহিলাদের উপর আক্রমণ চালায়, বাড়ি ঘর ভাঙচুর করে। ঘটনায় আহত হন মহিলা-সহ ৪ জন। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : স্ত্রীকে বলেছিলেন 'তাড়াতাড়ি ফিরব', আর ফেরা হল না...বিবাহবার্ষিকী দিন-ই মৃত্যু ভাঙড়ের অভিজিৎ স্যারের

আরও পড়ুন : শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি দেখিয়ে 'প্রেমিকাকে' ব্ল্যাকমেল প্রেমিকের! অশোকনগরে পুলিশের জালে যুবক...

ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় যান বিধায়ক সুব্রত মৈত্র। মদ খাওয়ার প্রতিবাদ করায় এইভাবে মারধর বাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র ধিক্কার জানান তিনি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Berhampore, Murshidabad