• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বাঙালির ধৌলাগিরি জয়, প্রথম বাঙালি হিসেবে শৃঙ্গে দীপঙ্কর ঘোষ

বাঙালির ধৌলাগিরি জয়, প্রথম বাঙালি হিসেবে শৃঙ্গে দীপঙ্কর ঘোষ

বাঙালির ধৌলাগিরি জয়, প্রথম বাঙালি হিসেবে শৃঙ্গে দীপঙ্কর ঘোষ

বাঙালির ধৌলাগিরি জয়, প্রথম বাঙালি হিসেবে শৃঙ্গে দীপঙ্কর ঘোষ

বাঙালির ধৌলাগিরি জয়, প্রথম বাঙালি হিসেবে শৃঙ্গে দীপঙ্কর ঘোষ

 • Share this:

  #কলকাতা: মাউন্ট ধৌলাগিরিতেও উড়ল বাঙালির শৃঙ্গ জয়ের পতাকা ৷ প্রথম বাঙালি হিসেবে ওই শৃঙ্গ জয়ের রেকর্ড গড়লেন হাওড়ার দীপঙ্কর ঘোষ ৷

  পৃথিবীর সপ্তম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ধৌলাগিরি ৷ এর আগে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে একের পর এক বাঙালির পা পড়লেও ধৌলাগিরি অভিযানে এর আগে সাফল্য আসেনি ৷ পর্বতারোহীদের মতে, ধৌলাগিরির উচ্চতা এভারেস্টের থেকে কম হলেও পথ অনেক বেশি দুর্গম ৷ পাহাড়ের খাড়া ঢাল আর চড়াই-উতরাই, সঙ্গে হাড়ভাঙা পরিশ্রমে ক্লান্তিই পর্বতারোহীদের জন্য অভিযানে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ৷ গতবছর ওই অভিযানে গিয়ে মৃত্যু হয় আরেক বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের ৷

  বাঙালি কূপমণ্ডুক নয়, কলম্বাসের মতো নতুনকে জয়ের নেশায় আকাশ ছুঁতে পারে সে ৷ সত্যরূপ সিদ্ধান্ত, বসন্ত সিংহরায়, দেবাশিস বিশ্বাস ছাড়াও নিজের জীবন উৎসর্গ করে ছন্দা-রাজীবরা এ কথা প্রতিষ্ঠা করে গিয়েছেন।

  অভিযাত্রীর পাহাড় জয়ের এই ইচ্ছা পিপীলিকার অন্তিম উড়ানের মতো। প্রতি পদক্ষেপে মৃত্যু ওঁত পেতে আছে পাহাড়ের কোলে। যখন-তখন লুফে নেবে খাদের অতলে। পাহাড়যাত্রীর দল তাতে ডরায় না। ছন্দা গায়েন বা রাজীব ভট্টাচার্যরা তাঁদের আইকন। রাজীবদের উদাহরণ ও দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা ও দীর্ঘ সাধনা, অক্লান্ত পরিশ্রমই দীপঙ্করের অভিযানে সাফল্য এনেছে ৷

  গত বছর ১১ই এপ্রিল পুণের পর্বতারোহী দলের সঙ্গে নেপালের ধৌলাগিরি অভিযান শুরু করেন রাজীব ভট্টাচার্য। জানা যায়, ১৯ মে অভিযান সেরে বেসক্যাম্পে ফেরার সময় মৃত্যু হয় তাঁর।

  First published: