দক্ষিণবঙ্গ: রোগীকে অ্যাম্বুল্যান্স পরিষেবা দিতে পারল না হাসপাতাল৷ কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হল পূর্ব বর্ধমানে হিট স্ট্রোকে আক্রান্ত এক মহিলার৷ কলকাতার তাপমাত্রা খানিকটা স্বস্তির দিকে এলেও শুক্র এবং শনিবার সকালে তাপপ্রবাহের পূর্বভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে৷ সেই গরম সহ্য় করতে না পেরেই অকালে প্রাণ হারালেন ওই মহিলা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই চড়া গরমে স্বামীর সঙ্গে মাঠে কাজ করছিলেন৷ সেই সময়েই তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে তাঁর স্বামী তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যান৷ সেখানে তাঁকে দু বোতল স্যালাইন দেওয়ার পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷
অভিযোগ, রেফার করা হলেও স্ত্রীকে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁদের কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেননি হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ জানিয়েছে, ‘‘ওঁরা হাসপাতা কর্তৃপক্ষকে একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিল৷ কিন্তু, ওদের প্রাইভেট অ্যাম্বুল্যান্স ভাড়া করার পরামর্শ দেওয়া হয়৷ অ্যাম্বুল্যান্স ভাড়া করার পয়সা ওদের কাছে ছিল না৷’’
ওই পুলিশ কর্তা জানান, এরপরে অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই গরমেই রিকশ করে স্টেশনে আসেন ওই ব্যক্তি৷ ঠিক করেন ট্রেনে করেই স্ত্রীকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাবেন৷ কিন্তু, স্টেশনে পৌঁছেই মানেকার অবস্থা আরও খারাপ হতে শুরু করে৷ গাছের নীচে বসিয়ে রেখেও স্বস্তি দেওয়া যায়নি৷ রেল স্টেশনের একটা গাছের নীচে মৃত্যুয হয় ওই মহিলার৷
ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ তবে কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের অ্যাম্বুল্যান্স খারাপ হয়ে পড়ে রয়েছে৷ সেটি সারানোর কাজ চলছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman