#কালনা: কালনায় ঝাঁটা হাতে পথে নামলেন বিজেপির রাজ্য সভাপতি। মন্দির শহর কালনায় একশো আট শিব মন্দির চত্ত্বর তো সাফ করলেনই, এমনকী সরালেন পৌর প্রশাসকের বাড়ির সামনের জঞ্জালও। শনিবার কেন এই ভূমিকায় দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে?
আরও পড়ুন:আনন্দের উৎসব পরিণত হল কান্নায়, নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশমতো 'দিব্য কাশি ভব্য কাশি' কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিব মন্দির চত্বরে উপস্থিত হচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার পূর্ব বর্ধমান জেলার মন্দির শহর কালনায় এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি একশো আট মন্দির পরিদর্শন করেন, পুজোও দেন। পাশাপাশি, কালনার ১০৮টি শিব মন্দির চত্বরের সামনের রাস্তা নিজেই ঝাঁটা হাতে পরিষ্কার করেন। পৌর প্রশাসকের বাড়ির সামনে পড়ে থাকা জঞ্জালও সাফ করেন, এরপরই কটাক্ষ ছুড়ে দেন পৌর প্রশাসকের দিকে।
আরও পড়ুন:আচমকাই বিকট শব্দে বিষ্ফোরণ, বর্ধমানের কারখানায় আগুনে ঝলসে গেলেন ২ শ্রমিক
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশমতো 'দিব্য কাশি ভব্য কাশি' কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন শিব মন্দির প্রাঙ্গণে উপস্থিত হওয়ার কথা বিজেপি নেতৃত্বের। সেই মতোই আজকের এই কর্মসূচি।
পৌরসভা ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কর্মীরা একটু ভীত সন্ত্রস্ত আছেন, কারণ বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর তাঁদের ওপরে আক্রমণ হয়েছে। সেই কারণে আমরা তলে তলে পৌরসভা ভোটের প্রস্তুতি নিচ্ছি। আমরাই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalna