হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাওড়ায় অনুষ্ঠিত হল বেঙ্গল কিকবক্সিং থ্যালাসিমিয়া কাপ

হাওড়ায় অনুষ্ঠিত হল বেঙ্গল কিকবক্সিং থ্যালাসিমিয়া কাপ

X
অল [object Object]

অল বেঙ্গল কিকবক্সিং থ্যালাসিমিয়া কাপ অনুষ্ঠিত হল হাওড়ায়, সারা বাংলার ১৭ টি জেলা থেকে ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন

  • Share this:

    হাওড়া: অল বেঙ্গল কিকবক্সিং থ্যালাসিমিয়া কাপ অনুষ্ঠিত হল হাওড়ার দাসনগর আলা মোহন দাস স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ আর্থ কেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায়, হাওড়া জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশনের  পক্ষ থেকে অল বেঙ্গল কিক বক্সিং থ্যালাসেমিয়া কাপ ২০২৩ আয়োজিত হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও দুঃস্থ শিশুদের বিভিন্নভাবে সহযোগিতা করতে বিশেষ উদ্যোগী পশ্চিমবঙ্গের ১৭ টি জেলা থেকে প্রায় ৪৫০ জন প্রতিযোগী যোগদান করেন। এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে কলকাতা, দ্বিতীয় স্থানে হাওড়া এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রশিক্ষক সন্দীপ সেনাপতি জানান, বর্তমানে মার্শাল আর্ট-এর বিভিন্ন ধারা নিয়ে মানুষের মধে উৎসাহ দেখা যায়। স্পোর্টস মার্শাল আর্ট-এর পাশাপাশি ফিজিক্যাল মার্শাল আর্ট-এর জনপ্রিয়তাও বাড়ছে।

    শরীর ফিট রাখতে ফিজিক্যালি মার্শাল আর্ট-এর জুড়ি নেই। নির্দিষ্ট বয়সের পর থেকে মানব শরীরে ফিজিক্যালি মার্শাল আর্টস-এর প্রয়োজনীয়তা রয়েছে বলেই জানান সন্দীপ সেনাপতি। তিনি আরও জানান, '' এখন সমস্ত শিশুদের বিভিন্ন খেলায় যুক্ত করতে হবে, যাতে শিশুদের শরীর-মন সুস্থ থাকে। পাশাপাশি সেলফ ডিফেন্স অর্থাৎ নিজেদের সুরক্ষিত করতে মহিলাদের মধ্যে মার্শাল আর্ট শেখার প্রবণতা বাড়ছে।''

    রাকেশ মাইতি

    First published:

    Tags: Howrah news