ব্যারাকপুরের হাইপ্রোফাইল তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী(Raj Chakraborty)৷ কেতাদুরস্ত তারকা পরিচালক এখন মারাত্মক ব্যস্ত প্রচার নিয়ে৷ বেশ কয়েকবার ফোন তুলেও কথা বলার সময় পাননি তিনি৷ শেষে তিনি চটজলদি সময় দিলেন, প্রচারের মাঝেই৷ ঝটপট প্রশ্নের চটপট উত্তর উঠে এল তারকা প্রার্থীর থেকে৷
১) প্রচারে রাজ চক্রবর্তী কি কোনও ড্রেস কোড ঠিক করেছিল?
রাজ- ঢিলে ঢালা সাদা পাজামা-পাঞ্জাবী৷
২) পরিচালক মানে ছবিতে তিনিই শেষ কথা৷ গোটা ইউনিট তিনিই সামলান৷ এখন রোলটা কেমন? পরিচালকের মতো নাকি অভিনেতা৷ ঠিক করে নিজের কাজটা করা?
রাজ- এটা পরিচালক, অভিনেতা সব কিছুরই একটা মিশেল৷ আবার সবার থেকে অনেকটা আলাদাও৷ এই কাজটা অনেক বেশি মাটির সঙ্গে যুক্ত করছে৷ একটা নতুন চ্যালেঞ্জ সামনে রাখছে তো বটেই৷ এটা আমায় গ্রাস রুট (grass root) বা তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে কাজ করতে সাহায্য করছে৷ বাস্তব জগতের সঙ্গে যুক্ত করছে৷
৩) দিনভর অ্যালার্মের কাজটা কি শুভশ্রী সামলাচ্ছেন? মানে খেলে কী না, ঠিক করে ঘুমলো কি না, কী খেলে? এই সব৷ বা ঘুম থেকে ডেকে দেওয়া ফোন করে৷...
রাজ- একদমই না৷ আগে থেকেই শুভশ্রী আমায় নির্দেশ দিয়ে দিয়েছে, কী খাব, কীভাবে শরীরের খেয়াল রাখব৷ ব্যাস৷ তারপর এখন একদম কাজের এই ব্যস্ততার মধ্যে ফোন করছে না৷ আমি শুধু সকালে আর রাতে কথা বলছি৷ গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় টেক্সটে কথা হচ্ছে৷
৪) যদি আপনার ছবির নাম হয় খেলা হবে, তা হলে গল্পটা কেমন হতে পারে?
রাজ- (একটু হেসে) তাহলে একটা খেলার ছবিই হবে৷ মানে স্পোর্টস ফিল্ম৷
৫) যেসব অভিনেতারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা কী এরপর থেকে আপনার ছবিতে ভিলেনের চরিত্রই পাবেন?
রাজ- একদমই না৷ যাঁরা বিরোধী দলে যোগ দিয়েছেন তাঁরা সকলেই আমার খুব প্রিয় এবং প্রতিভাবান অভিনেতা৷ ছবি করার সময় তো সেই বিষয়গুলোই গুরুত্ব পাবে৷ ব্যক্তিগত সম্পর্কে তো দলের কোনও প্রভাব থাকে না৷ শিল্প শিল্পের জায়গায় থাকবে৷
৬) আপনি ছবির জগতের মানুষ৷ প্রচুর মানুষের সঙ্গে মিশে, বহু জায়গা ঘুরে তো আরও অভিজ্ঞতা বাড়ছে৷ কারণ কোনও ফিল্মের জন্য হয়ত রেকি করতে কয়েকদিন রাখা থাকে৷ কিন্তু এত ইলাবোরেট ভাবে তো ঘোরা হয় না৷
রাজ- আমি চিরকালই খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী৷ আমার বড় হওয়াটাও তেমন৷ তবে এই প্রচার, এভাবে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া আমায় যেন আরও অন্য কিছু শেখাচ্ছে৷ আরও রূঢ় বাস্তবের কাছাকাছি নিয়ে আসছে৷ মাটির কাছাকাছি আমি চিরকাল ছিলাম, এটা আমার সেই ভীত আরও মজবুত করছে৷ প্রচুর রকম মানুষ দেখছি, তাঁদের পরিস্থিতি জানতে পারছি৷ অন্য অভিজ্ঞতা হচ্ছে৷
৭) পরিচালকের দৃষ্টিকোন থেকে এই ভোটের কোনও গল্প বলতে পারবেন? মানে ভোট যদি প্রক্ষাপট হয়, তার মধ্যে কোনও মিষ্টি বা ব্যর্থ প্রেমের গল্প৷
রাজ- (একটু ভেবে) না, ভোটের প্রেক্ষাপটে কোনও প্রেমের গল্প নেই৷
৮) ছোট ছেলে ইউভানকে কত মিস করছেন?
রাজ- খুব বেশি মিস করছি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakraborty, TMC, West Bengal Assembly Election 2021