#দক্ষিণ ২৪ পরগনা: আভাস আগে থেকেই ছিল। এবার কমিশনের বিশেষ নজরে থাকবে দক্ষিণ ২৪ পরগনা। সেই মোতাবেক কমিশনে বাড়তি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা কেই।আগামী ৬ই এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি আসনের ভোটগ্রহণ রয়েছে।আর এই ১৫ টি আসনের ভোট গ্রহণের জন্য নজিরবিহীনভাবে ৩০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যদিও দক্ষিণ ২৪ পরগনা তে তিনটি দফায় ভোট গ্রহণ হওয়ার কথা। (West Bengal Assembly Election 2021) দ্বিতীয় দফা থেকেই পর্যায়ক্রমে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন আসনে ভোটগ্রহণ হবে। কমিশন সূত্রের খবর, তৃতীয় দফার ভোটেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ ২৪ পরগনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে বারুইপুর পুলিশ জেলাতে ১২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ডহারবার পুলিশ জেলাতে ১১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও সুন্দরবন পুলিশ জেলাতে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তৃতীয় দফার ভোটের জন্য। কমিশন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় একাধিক অংশে স্পর্শ কাতর অঞ্চল রয়েছে। সংবেদনশীলতা সংখ্যা তুলনামূলকভাবে দক্ষিণ ২৪ পরগনাতে অনেকটাই বেশি। তাই সবদিক মাথায় রেখেই দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি আসনের ভোট গ্রহণের জন্য এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বলেই কমিশন সূত্রে খবর। তবে সার্বিকভাবে এই সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও তা চূড়ান্ত হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরেই।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি তৃতীয় দফার ভোটে নজরে রয়েছে হাওড়া গ্রামীণ ও হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও। হুগলি গ্রামীণ পুলিশ জেলাতে ১৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তৃতীয় দফার ভোটের জন্য। হাওড়া গ্রামীণ পুলিশ জেলার জন্য মোতায়েন করা হচ্ছে ১৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে প্রথম দফাতেও যেভাবে বুথ গুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ঠিক একই ফর্মুলাতে দ্বিতীয় ও তৃতীয় দফা তেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে, এমনটাই খবর কমিশন সূত্রে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়