Home /News /south-bengal /
West Bengal News: ঘরে পড়ে সুইসাইড নোট, রিষড়ায় কী মর্মান্তিক পরিণতি দম্পতির!

West Bengal News: ঘরে পড়ে সুইসাইড নোট, রিষড়ায় কী মর্মান্তিক পরিণতি দম্পতির!

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

West Bengal News: রিষড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

  • Share this:

রিষড়া: দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য রিষড়ায়। মৃত অমলেন্দু ঘোষ(৬২) ও শ্রাবণী ঘোষ(৬০) রিষড়া ষষ্ঠীতলার বাসিন্দা।বৃহস্পতিবার সন্ধার পর স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেন। রিষড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিঃসন্তান দম্পতির বাজারে অনেক দেনা ছিল। স্ত্রীর চিকিৎসার জন্য অনেক খরচ হত।যার থেকে মাছ কিনতেন তাকে আজ সকালে ধার মিটিয়ে দেন অমলেন্দু বাবু।ষষ্ঠী তলায় ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতেন। সেখানেই মৃতদেহ উদ্ধার হয় দুজনের।শ্রাবনী দেবী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন।

রিষড়া পুরসভার বিজেপি কাউন্সিলর মনোজ সিং জানান,পুলিশ জানিয়েছে ঘর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ঝুলন্ত অবস্থায় ছিলেন অমলেন্দু নীচে ছিলেন শ্রাবনী দি।পারিবারিক কোনো সমস্যা নিয়ে কোনোদিন কিছু বলেনি।পুলিশ তদন্ত করে দেখুক কি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।ধারদেনা পারিবারিক সমস্যার কারনে অবসাদ থেকে আত্মহত্যা বলে অনুমান।অমলেন্দু ঘোষ রিষড়া থানা প্রতিরোধ বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।

Published by:Suman Biswas
First published:

Tags: West Bengal news

পরবর্তী খবর