#হাওড়া: আগামী ২৪ জুলাই, গুরু পূর্ণিমার দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে বেলুড় মঠ৷ এ দিন মঠের তরফ থেকে এ কথা জানানো হয়েছে৷ করোনা অতিমারির কথা মাথায় রেখে এই মুহূর্তে বেলুড় মঠ বন্ধ রাখা হয়েছে৷ তবে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্যের কথা মাথায় রেখে শুধুমাত্র ওই দিন ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ৷
বেলুড় মঠের তরফে স্বামী জ্ঞানব্রতানন্দ জানিয়েছেন, 'আগামী ২৪ জুলাই শনিবার ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ খোলা থাকবে৷ সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪ থেকে সাড়ে ৫টা পর্যন্ত মঠ খোলা থাকবে৷ ভক্ত ও দর্শনার্থীরা শুধুমাত্র মন্দিরে প্রণাম ও দর্শন করতে পারবেন৷'
গুরু পূর্ণিমা উপ বৈদিক মন্ত্রোচ্চারণ, স্ত্রোত্রপাঠ, ভজন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত করা হবে৷ ভক্তদের উদ্দেশে মহারাজদের আশীর্বাণী ভিডিও বার্তার মাধ্যমে বেলুড় মঠের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত করা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Belur Math, Howrah