হোম /খবর /দক্ষিণবঙ্গ /
১৬ দিন নিখোঁজ থাকার পর মুন্ডু-কাটা পচা-গলা দেহ উদ্ধার মহিলার

বাগুইআটি কাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, ১৬ দিন নিখোঁজ থাকার পর মুন্ডু-কাটা পচা-গলা দেহ উদ্ধার মহিলার

অভিযোগ, গত ৯ তারিখ বিকেলের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না মহিলার। রাত ১১টা নাগাদ মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়রি করা হয়

  • Last Updated :
  • Share this:

#মধ্যমগ্রাম: বাগুইআটি কান্ডের ছায়া মধ্যমগ্রামে, ১৬ দিন নিখোঁজ থাকার পর মুন্ডু-কাটা পচা-গলা দেহ উদ্ধার মহিলার । শনিবার সকালে মধ্যমগ্রাম থানার অন্তর্গত মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত রিজিয়া ইটভাটার মাঠ থেকে উদ্ধার হয় মুণ্ডবিহীন মহিলার পচা-গলা দেহ। দেহর পাশ থেকেই উদ্ধার হয় মহিলার মাথা। স্থানীয়রা মৃতদেহটি দেখে তড়িঘড়ি খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে । নিখোঁজ মহিলার ছেলেকে ডেকে দেহ সনাক্ত করা হয়। এরপরেই স্থানীয়রা জানান প্রায় ১৬ দিন ধরে নিখোঁজ ছিলেন বছর ৪৫ এর তপতি হালদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলা মধ্যমগ্রাম থানার এক নম্বর ওয়ার্ডের পলাশীপাড়া এলাকার বাসিন্দা, পেশায় বেসরকারি বিদ্যালয়ে অস্থায়ী কর্মী। পাশাপাশি পৌরসভার আশা কর্মী হিসেবেও কর্মরত ছিলেন।

অভিযোগ, গত ৯ তারিখ বিকেলের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না মহিলার। রাত ১১টা নাগাদ মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়রি করা হয়। তদন্ত শুরু করেও জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি মহিলাকে । শনিবার সকালে মৃতদেহ উদ্ধার হতেই স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ সক্রিয় হলে এমন ঘটনা ঘটত না, জীবিত অবস্থাতেই খোঁজ মিলত মহিলার। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাম নেতা আহমেদ আলী খান। তিনি জানান, পুলিশি নিষ্ক্রিয়তায় বাগুইআটির ঘটনা ঘটেছে, একই ঘটনার পুনরাবৃত্তি মধ্যমগ্রামে ।

Jiaul Alam
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Madhyamgram