#শালবনি: অবিশ্বাস্য লাগলেও এমনই অভিযোগ উঠেছে শাসকশিবিরের তরফে ৷ ২১-এর লক্ষ্যে ভোট ময়দানের উত্তেজনায় ফুটছে বাংলা ৷ শাম, দাম, দন্ড, ভেদ.. বাংলার মসনদ দখলে সব পন্থাই নিচ্ছে তৃণমূল থেকে বিজেপি ৷ অমিত শাহের বাংলা সফরে এবার রাজ্যের প্রকল্প কেন্দ্রের নামে চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ খেতে আসবেন শাহ, তাই রাতারাতি বাড়ির দেওয়াল থেকে মুছে দেওয়া হল রাজ্য সরকারের নাম, বদলে লেখা হল মোদি সরকারের নাম ৷
তৃণমূলের অভিযোগ, শালবনির যে বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দলবল নিয়ে খেতে গিয়েছিলেন, সেই বাড়িটি বাংলা আবাস যোজনার সাহায্যে নির্মিত ছিল, রাতারাতি সেই বাংলা আবাস যোজনা মুছে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হয়েছে। ‘নির্লজ্জ চাতুর্য এর চেয়ে আর কত নীচে নেমে কোন পর্যায়ে বিজেপি নিজেদের নিয়ে যাবে, সেটা ভাবতেই পারছি না।’ এর জন্য তৃণমূল ধিক্কার জানায়। শনিবার অমিত শাহের শালবনির বালিজুড়িতে মধ্যাহ্ন ভোজন প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি।
তৃণমূল জেলা সভাপতির দাবি, ‘বাড়িটা করে দিয়েছে মমতা বন্দোপাধ্যায়, ২ টাকা কেজি চাল দিয়েছে মমতা বন্দোপাধ্যায়। আর অমিত শাহ, দিলীপ ঘোষ সেই বাড়ির দাওয়ায় বসে ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে ৩৬ টা ক্যামেরার সামনে বলছে দেখো আমরা কি করছি। আর প্রচারের অন্ধকারে থেকে যাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া বাড়ি, মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া বিনা পয়সার চাল। ধিক!’ বিজেপির তরফ থেকে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷
আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই শনিবার সকাল থেকেই সাজ সাজ রব ছিল শালবনির বালিজুড়ি গ্রামে। দিল্লি সীমানায় বসে কৃষকরা। শালবনির কৃষকের ঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজন আলাদা রাজনৈতিক গুরুত্ব রাখে বটে ৷ এদিন পুজো দেওয়ার পর দুপুরে ১:৪০ নাগাদ বালিজুড়ির কৃষক সনাতন সিংয়ের বাড়িতে পৌঁছান অমিত শাহ ৷ খাটিয়ায় বসে সনাতনের পরিবারের লোকেদের সঙ্গে পরিচয় সারেন ৷ তারপর কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে নিয়ে মাটিতে পাত পেড়ে খাওয়া দাওয়া।
মেনুতে ছিল স্যালাড, ভাত, রুটি, লাউ দিয়ে মুগের ডাল, শুক্তো, ফুলকপির রসা, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঢেঁড়শ ভাজা, পোস্ত দিয়ে খোসলা শাক ভাজ, টক দই, পাঁপড় , টম্যাটো-খেজুরের চাটনি, গুড়ের রসগোল্লা অমিত শাহের জন্য নিজের হাতে সমস্ত রান্না করেছিলেন সনাতনের স্ত্রী সরস্বতী সিং। কৃষক বিক্ষোভের মাঝে কৃষক বাড়িতে অমিত শাহের লাঞ্চ আসলে তাৎপর্যপূর্ণ বার্তা দিল ৷ বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ কর্মসূচি প্রতিবার কোনও না কোনও বিতর্কের জন্ম দেয় ৷ এবারও তার অন্যথা হল না ৷
Sujit Bhowmik