#EgiyeBangla: বারুইপুরে ১৬ কোটি টাকা খরচে শুরু হয়েছে আদিগঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন

#EgiyeBangla: বারুইপুরে ১৬ কোটি টাকা খরচে শুরু হয়েছে আদিগঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন

বারুইপুরে আদিগঙ্গার পাড় ঘেঁসে সাদার্ন বাইপাস । বাইপাস রাস্তা ধরেই হাঁটেন প্রাতঃভ্রমণকারীরা। আবার বাইপাস ধরে বড় থেকে ছোট সব গাড়িই চলে।

  • Share this:

#কলকাতা: বারুইপুরে ১৬কোটি টাকা খরচে শুরু হয়েছে আদিগঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন। বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সেচ দফতরের উদ্যোগে আদিগঙ্গার পাড় সৌন্দর্যায়ন শুরু হয়েছে।

বারুইপুরে আদিগঙ্গার পাড় ঘেঁসে সাদার্ন বাইপাস । বাইপাস রাস্তা ধরেই হাঁটেন প্রাতঃভ্রমণকারীরা। আবার বাইপাস ধরে বড় থেকে ছোট সব গাড়িই চলে। এর জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে ও আদিগঙ্গার পাড় সৌন্দর্যায়নে জোর দিয়েছে রাজ্য সরকার। বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সেচ দফতরের উদ্যোগে আদিগঙ্গার পাড় সৌন্দর্যায়ন শুরু হয়েছে।

আদিগঙ্গার পাড় সৌন্দর্যায়ন

------------------------------

- আদিগঙ্গার পাড় বেঁধে রেলিং ও ফুটপাথ তৈরি হচ্ছে

- পদ্মপুকুর মোড় থেকে শাসন পর্যন্ত হেঁটে যাওয়া যাবে

- খরচ হচ্ছে ১৬ কোটি টাকা

প্রশাসনের আশা, বড়দিনের আগেই আদিগঙ্গার পাড় সৌন্দর্যায়নের কাজ শেষ হবে।

First published: 01:28:56 PM Nov 09, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर