বসিরহাট: জয় জহর মেলায় ধামসা মাদলে র্যালির সঙ্গে পা মেলালেন সন্দেশখালি-১ ব্লক উন্নয়ন সমষ্টি অধিকারিক। জঙ্গল মহল উৎসবের পর এবারে জয় জোহার মেলা। রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ২৮ জানুয়ারি শনিবার থেকে শুরু হলো জয় জোহর মেলা।
সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকা সন্দেশখালি-১ ব্লক প্রশাসনের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের পক্ষ থেকে ন্যাজাটে জয় জোহর মেলার আয়োজন করা হল। এই মেলায় সন্দেশখালির ন্যাজাটে বিডিও অফিস থেকে ন্যাজাট ল্যাম্পস পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের ধামসা মাদল ও ঝুমুর নাচের সমাহারে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে নগর পরিক্রমায় পা মেলালেন সন্দেশখালি-১ ব্লক উন্নয়ন সমষ্টি অধিকারিক সুপ্রতিম আচার্য।
আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
তফশিলি জাতি এবং উপজাতি অধ্যুষিত সন্দেশখালীর ন্যাজাট এলাকায় জয় জোহার মেলা উপলক্ষ্যে সকাল থেকেই ছিল সাজসাজ রব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন সন্দেশখালি-১ ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সুপ্রতিম আচার্য। সন্দেশখালি-১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনা মাহাতো। এই মেলা থেকে সুন্দরবন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা সমস্ত কিছুই ৩ দিনের মেলার মাধ্যমে তুলে ধরা হবে। এই মেলা উপলক্ষে প্রতিদিনই থাকবে আদিবাসী লোক সংস্কৃতির আসরও, যেখামে ঝুমুর নাচ, টুসু নাচ-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি আদিবাসী সম্পদের মানুষের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি এই মেলার মাধ্যমে তুলে ধরা হয়।
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basirhat