হোম /খবর /দক্ষিণবঙ্গ /
এ এক অদ্ভূত পুকুর! কলকাতার অদূরেই এই 'পরশকুণ্ড', কাহিনী জানলে আজই ছুটে যাবেন

Bangla News|| এ এক অদ্ভূত পুকুর! কলকাতার অদূরেই এই 'পরশকুণ্ড', কাহিনী জানলে নীলষষ্ঠীর দিনেই ছুটে যাবেন

X
প্রতীকী [object Object]

Bangla News: এক আশ্চর্য পুকুর। আর তাতে স্নান করেছেন আট থেকে আশি সকলেই। মূলত মনের একাধিক ইচ্ছাপূরন করতে মনের আনন্দে ডুব দিচ্ছেন তাঁরা। মিলছে রোগব্যাধি থেকে মুক্তি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রায়দিঘি: এক আশ্চর্য পুকুর। আর তাতে স্নান করেছেন আট থেকে আশি সকলেই। মূলত মনের একাধিক ইচ্ছাপূরন করতে মনের আনন্দে ডুব দিচ্ছেন তাঁরা। মিলছে অনেক রোগব্যাধির হাত থেকে মুক্তি। এই পুকুরটিকে বলা হয় 'পরশকুণ্ড'। সন্তানহীন অনেক দম্পতি আসেন এই পুকুরে স্নান করতে। এই পুকুরে স্নান করার পর মেলে স্বপ্নাদেশ। এরপর পূরণ হয় মনের ইচ্ছা‌। এমনই বিশ্বাস স্থানীয়দের।

কাশীনগর এলাকাকে একসময় কাশীধাম করার পরিকল্পনা করেছিলেন দেবতারা। সমস্ত দেবতা সেজন্য এখানে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত হতে পারেননি সঠিক সময়ে। আর যার জন্য এই এলাকায় কাশীধাম না হয়ে হয়ে যায় কাশীনগর। দেবতারা চলে গেলেও রয়ে গিয়েছে এই আশ্চর্য পুকুর। আজও প্রবল বিশ্বাসে দূর-দূরান্ত থেকে পুকুরে স্নান করতে আসেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুনঃ পরনে স্নান পোশাক! সুইমিংপুলে হট অবতারে 'রান্নাঘর' সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় ঝড়

আরও পড়ুনঃ সেই রংমিলান্তি পোশাকে হঠাৎ কোথায় গেলেন শোভন-বৈশাখী? সঙ্গে কে? তোলপাড় বাংলা

স্থানীয়দের কাছে এই পুকুরের নাম পরশকুণ্ড। অত্যন্ত পবিত্র এই পুকুরের জল সংগ্রহ করে অনেকেই নিয়ে যান বাড়িতে। এক সময় এই পুকুরের জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করতেন স্থানীয়রা। তবে বর্তমানে এলাকায় নলকূপ স্থাপিত হওয়ায় এই জলকে আর পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় না। কিন্তু পবিত্র জল হিসাবে এই পুকুরের জল সংগ্রহ করে বাড়িতে রাখেন অনেকেই। বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এই বিশ্বাসে অনেকেই সংগ্রহ করেন এই জল।

নবাব মল্লিক

Published by:Shubhagata Dey
First published:

Tags: Raidighi