Home /News /south-bengal /
বারুইপুর হত্যাকাণ্ড: ১৫ ঘণ্টা পরে পুকুর থেকেই মিলল ২২ দিনের শিশুর নিথর দেহ

বারুইপুর হত্যাকাণ্ড: ১৫ ঘণ্টা পরে পুকুর থেকেই মিলল ২২ দিনের শিশুর নিথর দেহ

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

বারুইপুর হত্যাকাণ্ড: ১৫ ঘণ্টা পরে পুকুর থেকেই মিলল ২২ দিনের শিশুর নিথর দেহ

 • Last Updated :
 • Share this:

  #বারুইপুর: দিদিমা ও নাতনি খুনে উত্তেজনা বারুইপুরের উত্তরভাগে। সোমবার রাতে, এলাকার একটি পুকুর থেকে পিছমোড়া করে বাঁধা অবস্থায় মেলে এক বৃদ্ধার দেহ। প্রায় পনেরো ঘণ্টা তল্লাশির পর সেই পুকুর থেকেই উদ্ধার হয় বাইশ দিনের শিশুকন্যার দেহ। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

  একই পুকুরে মিলল দিদিমা ও নাতনির দেহ। আর তা নিয়ে তীব্র উত্তেজনা বারুইপুরের উত্তরভাগে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। রাত নটা নাগাদ বাড়ি ফেরেন স্থানীয় বাসিন্দা আজিজুল। কিন্তু, সেসময় স্ত্রী, শাশুড়ি বা শিশুকন্যা, কাউকে দেখতে পাননি তিনি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর, বাড়ির পাশের একটি পুকুর থেকে মেলে শাশুড়ি সায়রা বেওয়ার রক্তাক্ত দেহ। অল্প কিছুদূরে, একটি সেপটিক ট্যাঙ্ক থেকে স্ত্রী মোরশেদা বিবিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, খোঁজ মিলছিল না শিশুকন্যার। মঙ্গলবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

  শিশুটির সন্ধান চেয়ে পুকুরে ডুবুরি নামানোর দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ কুকুর আনার দাবিও তোলা হয়। শুরু হয় ক্যানিং-বারুইপুর রাস্তা অবরোধ। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও।

  প্রায় পনেরো ঘণ্টা পর, যে পুকুর থেকে দিদিমার দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকেই নিথর অবস্থায় পাওয়া যায় নাতনিকে।

  First published:

  Tags: Baruipur, Baruipur Murder mystery, Murder, New Born Baby