হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মর্মান্তিক! সরকারি অ্যাম্বুলেন্স ফ্রি-তে মিলবে না, ট্রেনে যেতে গিয় ৩৮ -র তরুণীর

মর্মান্তিক! সরকারি অ্যাম্বুলেন্স ফ্রি-তে মিলবে না, ট্রেনে যেতে গিয় ৩৮ -র তরুণীর যা হল

হাসপাতাল যাওয়ার পথে স্টেশনের প্লাটফর্মে মৃত্যু মহিলার

হাসপাতাল যাওয়ার পথে স্টেশনের প্লাটফর্মে মৃত্যু মহিলার

অ্যাম্বুলেন্স ভাড়া টাকা ছিল না, হাসপাতাল যাওয়ার পথে স্টেশনের প্ল্যাটফর্মেই নেমে এল মর্মান্তিক মৃত্যু

  • Share this:

কলকাতা: অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পারায় এক মহিলার মৃত্যু৷ এইরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। হাসপাতালে থাকা সরকারি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও তা কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ। অবশেষে টোটো চেপে রোগীকে নিয়ে ট্রেনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার মনস্থির করেন মহিলার স্বামী। ভাতার রেলস্টেশনের প্ল্যাটফর্মে মৃত্যু হয় তাঁর। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই মৃত্যুর দায় কার।

বর্ধমান পারবিহাটার কোঁড়া পাড়ার বাসিন্দা মেনকা কোঁড়া বয়স (৩৮) ক্ষেতমজুরের কাজের জন্য গিয়েছিলেন ভাতারে। স্বামীর সঙ্গে গিয়েছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে তাঁকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সেখানে স্যালাইন দেওয়ার পর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়।

আরও দেখুন-

এরপরই রোগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পেতে চেয়ে আবেদন করেন ওই মহিলার স্বামী তখন তার কাছ থেকে মোটা টাকা দাবি করা হয়। টাকা দিতে তিনি অপারগ জানালে ট্রেনে চেপে বর্ধমান মেডিকেলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় হাসপাতাল পক্ষ থেকে৷

আরও পড়ুন -  IPL 2023: পাঁচজন স্টার অধিনায়কের বিরুদ্ধে বোর্ডের অ্যাকশন, হয়ে যেতে পারেন সাসপেন্ডও

ওই মহিলার স্বামী অসিত কোঁড়া বলেন,‘‘ডাক্তার বাবুরা স্যালাইন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই  বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। সরকারি হাসপাতালে বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকলেও সেই অ্যাম্বুলেন্স আমরা পাইনি বর্ধমান নিয়ে আসার জন্য।’’

এমনকি তাকে অ্যাম্বুলেন্স ভাড়া করার কথা বলা হয়। তিনি যে মালিকের কাছে কাজ করেন সেই মালিকের বাড়ি থেকে টাকা আনার কথা বলা হয়। কিন্তু তাঁর কাছে টাকা না থাকায় অবশেষে তিনি ট্রেনে করে বর্ধমান এ নিয়ে আসবেন বলে  ঠিক করেন । ভাতার স্টেশনে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মেনকা কোঁড়ার মৃত্যু হয়।

আর এখানেই প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে।স্থানীয় মানুষরাই চাঁদা তুলে একটি গাড়ি ভাড়া করে তাকে বর্ধমানে পৌঁছে দেবার ব্যবস্থা করেন ।

Saradindu Ghosh

Published by:Debalina Datta
First published:

Tags: Ambulance, Bardhaman, Woman