শরদিন্দু ঘোষ, বর্ধমান: জিপিএস লাগানো গাড়িতে বডি ক্যামেরা-সহ অভিযানে বেরোবেন আধিকারিকরা। তাদের নিরাপত্তার স্বার্থে এমনই নির্দেশ দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেই সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডেও থাকবে ক্যামেরা। পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ভূমি ও ভূমির সংস্কার যে কোনও তল্লাশি বা অভিযানে বডি ক্যামেরার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
কয়েকদিন আগেই পূর্বস্থলীতে পরিবহণ দফতরের আধিকারিকদের অভিযানে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায়। তাদের দীর্ঘ পথ পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। সেই ঘটনার পর অভিযানে অংশ নেয়া কর্মী আধিকারিকদের নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল। ফের হামলা হলে তা কী ভাবে ঠেকানো যাবে তা নিয়ে পথ খোঁজার চেষ্টা চলছিল। তার জেরে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী আধিকারিকদের অভিযানে বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে।
জেলা ভূমি ও ই ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা বলছেন, বালি পাচার রুখতে সক্রিয় হয়েছে জেলা র প্রশাসন। তাই যেকোনও সময় বাধার মুখে পড়তে পারে। অতীতে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তাছাড়া অভিযানে যাওয়া কর্মী- আধিকারিকদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ওঠে। বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ থেকে ঘটনাস্থলে না গিয়ে বালি কারবারিদের বিরুদ্ধে অহেতুক জরিমানার অভিযোগও ওঠে। সেই সব বিতর্ক এড়াতে ভূমি ও ভূমি সংস্কার দফতর আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। জিপিএস থাকায় কর্মী-আধিকারিকদের গাড়িগুলি কোন সময় অভিযানে গিয়েছিল, কোথায় গিয়েছিল, তা-ও প্রশাসনের নখদর্পণে থাকছে।
বডি ক্যামেরায় দিনে ১০০ মিটার, রাতে ৪০-৫০ মিটার পর্যন্ত স্পষ্ট ছবি ধরা পড়ে তাতে। সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত ওই ক্যামেরায় ছবি তুলে রাখা সম্ভব। সাত দিন ধরে ফুটেজ থাকে। কোনও অভিযোগ উঠলে বা বিতর্ক দেখা দিলে ফুটেজ খতিয়ে দেখা হবে। দুষ্কৃতীদের বাধার মুখে পড়লে তাদের চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই বডি ক্যামেরার ফুটেজ। কোথাও তারা আক্রান্ত হলে জিপিএসে তাদের লোকেশন চিহ্নিত করা অনেক সহজ হবে। সে ক্ষেত্রে দ্রুত পুলিশ তাদের উদ্ধার করতে পারবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman