হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বর্ধমানের মেলায় চলছিল এই কাজ! পুলিশ অভিযানে নামতেই যা হল, শুনলে চোখে কপালে উঠবে

Bardhaman: বর্ধমানের মেলায় চলছিল এই কাজ! পুলিশ অভিযানে নামতেই যা হল, শুনলে চোখে কপালে উঠে যাবে

বর্ধমানের মেলায় এ কী কাণ্ড!

বর্ধমানের মেলায় এ কী কাণ্ড!

Bardhaman: শক্তিগড় থানার হাটগোবিন্দপুরে  দোল উৎসবকে কেন্দ্র করে মেলা চলছে। এই মেলায় দীর্ঘদিন ধরেই জুয়া খেলা হয়।

  • Share this:

বর্ধমান: মেলায় চলছিল জুয়ার আসর। খবর পেয়ে অভিযানে গিয়েছিল পুলিশ। তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শক্তিগড় থানার হাটগোবিন্দপুরে  দোল উৎসবকে কেন্দ্র করে মেলা চলছে। এই মেলায় দীর্ঘদিন ধরেই জুয়া খেলা হয়। কোথাও বোর্ড বসানো হয়, কোথাও ঘোরানো কাঁটায় থাকে টাকা। সূত্রের খবর মেলার আয়োজকরা প্রতিবারই এই জুয়ারিদের কাছ থেকে মোটা টাকা নিয়ে খেলা করার অনুমতি দিয়ে থাকেন। সেখানে যে পুলিশ হানা দেবে তা ভেবে উঠতে পারেনি কেউই। শুক্রবার রাত দশটা নাগাদ শক্তিগড় থানার পুলিশ অভিযানে নামে। মেলায় জুয়োর বোর্ড সহ চুরাশি হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। বেআইনি জুয়া চালানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।  এরপরেই শাসকদলের বেশ কিছু নেতা কর্মী মেলা কমিটির লোকেদের সঙ্গে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পুলিশ কেন মেলায় চলা জুয়োর বিরুদ্ধে অভিযান চালাবে বলে অভিযোগ তোলে তারা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যে প্রথা চলে আসছে সেই প্রথা কেন পুলিশ বন্ধ করবে। এই অভিযোগ তুলেই বর্ধমান কালনা রাস্তার হাটগোবিন্দপুরে রাত দশটা নাগাদ রাস্তা অবরোধ করে জনা পঞ্চাশ বাসিন্দা। তাদের বেশীরভাগই এলাকার শাসক দলের নেতা কর্মী হিসেবে পরিচিত। তবে অবরোধ বেশীক্ষন স্থায়ী হয়নি। পুলিশ কড়া মনোভাব নিতেই শাসক দলের ব্লক সভাপতির হস্তক্ষেপে ওঠে অবরোধ। স্বাভাবিক হয় যান চলাচল।

আরও পড়ুন: চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র

পুলিশ এলাকা ঘিরে ফেলে পাঁচ মিনিট সময় দেবার মধ্যেই তৃণমূলের বর্ধমান ২ ব্লক সভাপতির মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। ব্লক সভাপতি পরমেশ্বর কোনার বলেন, মেলায় জুয়ো খেলা হচ্ছিল। পুলিশ কয়েকজনকে ধরার পরে মেলা কমিটির লোকেরা অবরোধ করেছিল। আমি ফোন করে ওদের অবরোধ তুলে নিতে বলেছি। এরপরে রাস্তা স্বাভাবিক হয়ে যায়। খুব বড় কিছু বিষয় নয়।

আরও পড়ুন: সাগরদিঘিতে কেন হারল তৃণমূল? মমতার তৈরি কমিটির রিপোর্টে বিস্ফোরক দাবি! হইচই

বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেন, হাটগোবিন্দপুরের এই মেলাটা বহু দিনের মেলা। আমাদের ছোটবেলা থেকেই দেখে আসছি। দোলের মেলা এটা। সাতদিন ধরে চলে। জুয়ো খেলাও হয়ে আসছে দীর্ঘদিনই। কেউ কিছুই বলেনি কোনদিনই। সিপিএমের আমল থেকে হয়ে আসেছে। এতদিন কোন কিছু হয়নি। পুলিশ হঠাৎ গিয়ে কয়েকজন কে ধরার পরে শুনছি গ্রামের লোকেরাও মেলা কমিটির লোকেদের সঙ্গে গিয়ে অবরোধ করেছিল।’ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, হাটগোবিন্দপুরের দোল উৎসব কে কেন্দ্র করে মেলায় আগে কি হয়েছে বলতে পারবোনা।  জেলার কোন মেলায় জুয়া খেলা বা জুয়োর বোর্ড বসানো হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bardhaman news, West Bengal news