হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিশ্ববাংলা-র লোগো লাগিয়ে বালি পাচার, মুম্বই থেকে গ্রেফতার মূল চক্রী

Bardhaman News: বিশ্ববাংলা-র লোগো লাগিয়ে বালি পাচার, মুম্বই থেকে গ্রেফতার মূল চক্রী

বিশ্ব বাংলার লোগো দেওয়া কুপন ছাপিয়ে চলছিল বালি পাচার। কুপন থাকলেই মিলবে ১০ টন পর্যন্ত ওভারলোডের ছাড়পত্র

  • Share this:

বর্ধমান: বিশ্ববাংলা-র লোগো দেওয়া কুপনের মাধ্যমে বালি পাচারের ঘটনায় গ্রেফতার মূল চক্রী নাজমুল ইসলাম ওরফে নাজমুল মণ্ডল ওরফে নাজিম ভাইকে আদালতে তোলা হল। নবি মুম্বাই-এর ভাশি থানা এলাকা থেকে অভিযুক্তকে  গ্রেফতার করে শক্তিগড় থানার পুলিশ।

১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতকে আজ সোমবার বর্ধমান আদালতে তোলা হয়। ধৃত নাজমুল ইসলাম মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার চৈতা গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৫, ৪৬৮,৪৭১,৪৭২ ও ৪৭৩ নং ধারায় মামলা রুজু করা হয়েছে।

নাজমুলকে পুলিশি হেফাজতের নেওয়ার পর জিজ্ঞাসাবাদের পরই  এই ঘটনায় আর কারা কারা যুক্ত, কীভাবে এই চক্র চলত? কতদিন ধরে এই চক্র সে চালাত? তা বলা সম্ভব হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্ব বাংলার লোগো দেওয়া কুপন ছাপিয়ে চলছিল বালি পাচার। কুপন থাকলেই মিলবে ১০ টন পর্যন্ত ওভারলোডের ছাড়পত্র। বীরভূমের ইলামবাজার থেকে বালি বোঝাই করে কলকাতার দিকে যাবার সময় ট্রাকটিকে আটক করে পরিবহন আধিকারিকরা। ট্রাক আটক করতেই আধিকারিকদের দেখানো হয় এই কুপন।

বিশ্ববাংলার লোগোর পাশাপাশি কুপনে লেখা  ছিল ওয়েস্ট বেঙ্গল পরিবহণ ডিপার্টমেন্ট সুরক্ষা কমিটি। এমনকি লেখা ছিল ট্রাকের রেজিস্ট্রেশন নম্বরও। শক্তিগড়ে বালি বোঝাই একটি ট্রাক আটক করতেই পরিবহণ দফতরের আধিকারিকদের দেখানো হয় কুপন।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ফ্রেব্রুয়ারি মাসের শেষের দিকে বালি বোঝাই একটি ট্রাক ইলামবাজার থেকে কলকাতার দিকে যাবার সময় অতিরিক্ত বালি বোঝায়ের সন্দেহে ট্রাকটিকে আটক করে পরিবহণ আধিকারিকরা। গাড়ি আটকাতেই ড্রাইভার কুপন দেখিয়ে বলে অতিরিক্ত ১০ টন বালি নিয়ে যাবার ছাড়পত্র এটা। পরিবহণ দফতর ট্রাকটিকে আটক করে গাড়ির মালিককে ডেকে পাঠায়।

জিজ্ঞাসাবাদে পরিবহণ দফতরের কাছে মাসিক ২৫ হাজার টাকার বিনিময়ে বসিরহাটের এক বাসিন্দার কাছ থেকে এই কুপন তিনি সংগ্রহ করেছেন বলে জানান। কুপন দিয়ে সেই বাসিন্দা জানান ১০ টন ওভারলোড করতে পারা যাবে সারা রাজ্য জুড়ে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল চক্রী নাজমুল ইসলাম ওরফে নাজমুল মণ্ডলকে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Bardhaman