#বর্ধমান: স্বাধীনতা দিবসের আগে পূর্ব বর্ধমান জেলায় নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হল। জেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মী আধিকারিকরা। জেলার সীমানাগুলিতে চলছে নাকা চেকিং। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উদযাপন শান্তিপূর্ন রাখতে প্রতি বছরই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এবারও তেমনই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিন সকাল থেকেই বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকা, জনবহুল এলাকাগুলিতে বিশেষ তল্লাশি চালায় পুলিশ। শহরের উল্লাস ও নবাবহাট বাসস্ট্যান্ডেও তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নামানো হয় স্নিফার ডগও। এই পুলিশ কুকুর সঙ্গে নিয়ে শহরের শপিংমলগুলিতে তল্লাশি চালানো হয়। তদন্তে অংশ নেওয়া এক পুলিশ আধিকারিক জানান, প্রতিবারই স্বাধীনতা দিবসের আগে নাশকতা রুখতে বিশেষ সাবধানতা গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসেবে পুলিশ কুকুর নিয়ে এই তল্লাশি।
বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়। বর্ধমান বিস্কোরণ কান্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছে খাগড়াগড়ের নাম। বর্ধমানের গোলাপবাগের ঢিল ছোঁড়া দূরত্বে খাগড়াগড়ে ডেরা বেঁধেছিল জঙ্গিরা। শহরের বাবুরবাগেও ডেরা ছিল জঙ্গিদের। সেই খাগড়াগড়ের কিছু দূরেই বর্ধমান রেল স্টেশন। ২০১৬ সালের অক্টোবরে সেই বর্ধমান বিস্ফোরণ কাণ্ড ও তার জেরে প্রকাশ্যে জেএমবি জঙ্গিদের কার্যকলাপ সামনে আসার পর থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয় বর্ধমানজুড়ে।
বর্ধমান শহরের বুকে বসে বিস্ফোরক তৈরি করছিল জঙ্গিরা। সেই সব মারাত্মক বিস্ফোরক বর্ধমানেই বিভিন্ন ডেরায় মজুত করে সেখান থেকে অন্যত্র পাচার করা হতো। জঙ্গিদের সেইসব কার্যকলাপ সামনে আসতেই চোখ কপালে ওঠে বাসিন্দাদের। ঘটনার তদন্তে নামে এনআইএ। ইতিমধ্যেই তারা এই জঙ্গি গোষ্ঠীর অনেককেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সেই ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের দক্ষতা প্রশ্নের সামনে পড়ে। সেই ঘটনার পর থেকেই স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়তি সতর্কতা নজরে আসছে। এবারেও সতর্কতাও তার ব্যতিক্রম নয়।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।