#বর্ধমান: অন্যান্য জেলার সঙ্গে বাস যোগাযোগ বর্ধমান শহরে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এমনই মত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। জেলার অন্যান্য সব এলাকার থেকে বেশি উদ্বেগজনক অবস্থা বর্ধমান শহরের। এই শহরে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। জেলার প্রায় ৩০ শতাংশ করোনা আক্রান্ত এই শহরের বাসিন্দা। বর্ধমান শহরে এদিন পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন । এদিন পর্যন্ত প্রায় ১৭০ জন অ্যাক্টিভ আক্রান্ত রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে শুধুমাত্র এই শহরে ২৫ জনের মৃত্যু হয়েছে। কেন এই শহরে সংক্রমণ এত বেশি তা জানতে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করিয়েছিল বর্ধমান পৌরসভা। আক্রান্তদের কাছ থেকে পাওয়া তথ্য সহ বিভিন্ন পরিসংখ্যান খতিয়ে দেখার পর এই শহরে করোনার সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার জন্য কয়েকটি কারণ চিহ্নিত করা গিয়েছে। তারমধ্যে করোনা আক্রান্ত জেলা গুলির সঙ্গে বাস যোগাযোগ অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, বর্ধমান শহরে সংক্রমণ এত বেশি কেন তা সমীক্ষা করে দেখেছে বর্ধমান পৌরসভা। সেই সমীক্ষায় জানা গিয়েছে, বর্ধমান সঙ্গে করোনা আক্রান্ত কলকাতা, হাওড়া, দুই দুই চব্বিশ পরগনা, হুগলি, বীরভূমের মধ্যে প্রতিদিন সড়কপথে এই শহরের বাসিন্দাদের যোগাযোগ রয়েছে। বহু বাসিন্দা এই সব জেলাগুলি থেকে বর্ধমান শহরে বাস বা অন্যান্য গাড়িতে যাতায়াত করছেন। তাদের মাধ্যমেই সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। সড়কপথে করোনা আক্রান্ত জেলাগুলির সঙ্গে এই শহরের বাসিন্দাদের প্রতিদিনের যোগাযোগের পাশাপাশি করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য ব্যাপক ভাবে পরিযায়ী শ্রমিকদের আসাও অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। বর্ধমান স্টেশনে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক এসেছেন। বর্ধমান শহরের ওপর দিয়ে সড়ক পথে বহু শ্রমিক গিয়েছেন। অনেক পরিযায়ী শ্রমিককে বিভিন্ন স্কুলে রাখা হয়েছিল। তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। সেই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা বাসিন্দাদের চিহ্নিত করা, তাদের লালারসের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষা করার ক্ষেত্রে খামতিও এই শহরে করোনা ছড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ বলেও মনে করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus