#বর্ধমান: এক সময় লাল দুর্গ বলা হতো বর্ধমানকে। লাল পতাকা লাল ঝান্ডায় মোড়া থাকতো শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সহ শহরের সব রাস্তা। সেই লাল ফিকে হয়েছিল সবুজ ঝড়ে। 2021 এর গোড়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফরকে ঘিরে গেরুয়া রঙে রেঙে উঠল রাজবাড়ীর শহর। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এখানে বাড়বে গেরুয়া রঙের দাপট। কারণ বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে এখন পূর্ব বর্ধমান জেলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। যত বেশি সম্ভব পূর্ব বর্ধমান ও তার আশপাশ এলাকায় পদ্ম ফুল ফোটানোই টার্গেট তাদের।
বর্ধমান এখন গেরুয়াময়। বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরকে ঘিরে বিশাল বিশাল তোরণ, কার্ট আউট, ফ্লেক্সে ছয়লাপ শহর। একটানা সাড়ে তিন দশক লালে লাল থেকেছে এই শহর। সময়ের ব্যবধানে সেই লাল ফিকে হয়েছে। সবুজ আবির উড়েছে 2011য়। কিন্তু গেরুয়া রঙের এই দাপট আগে দেখেনি ইতিহাস প্রাচীন শহর বর্ধমান।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই গেরুয়া রঙের দাপট বাড়বে এই শহরে। কারণ, পাহাড় জঙ্গল মহলে দাপট বাড়ানোর পর মোদি অমিত শাহের এখন পাখির চোখ রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমানসহ রাঢ়বঙ্গ। এই জেলাকে কেন্দ্র করেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় যত বেশি সম্ভব পদ্ম ফোটানোই টার্গেট গেরুয়া বাহিনীর।
জেলার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র ইতিমধ্যেই জিতে নিয়েছে বিজেপি। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মন্ডল এখন তাদের ঘরে। কালনা ও মন্তেশ্বরের বিধায়ক তৃণমূল শিবির ছেড় যোগ দিয়েছেন বিজেপিতে।
শুধু তাই নয়, লোকসভা ভোটের নিরিখে এই জেলার কাটোয়া ও গলসি বিধানসভা বিজেপির দখলে গিয়েছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকাতেও আশাতীত সাফল্য পেয়েছে বিজেপি। জামালপুর মেমারি পূর্বস্থলী উত্তর কালনা বিধানসভা এলাকাতেও তৃণমূল কংগ্রেসের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলার বেশ কয়েকটি আসন বিশেষ সম্ভাবনাময় বলেই মনে করছে পদ্ম শিবির। সেজন্যই ডিসেম্বরের পর ফের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই ঠাসা কর্মসূচি রাজ্যের কৃষি অঞ্চলকে পাখির চোখ করার বার্তা দিচ্ছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: J P Nadda