বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুর এলাকার বেশ কিছু মহিলাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে তাদের নামে একাধিক ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে বেশ মোটা টাকা ঋণ নিয়ে সেই টাকা শোধ না করার অভিযোগ উঠল সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র নামে দুই মহিলার বিরুদ্ধে।
খুনডাঙ্গা গ্রামের সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র সম্মিলীত ঋণ শোধ করার কথা কিন্তু বর্তমানে তা না করায় ঋণদাতা ব্যাঙ্ক ও সংস্থার তরফে ঋণগ্রহিতাদের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই বুধবার ওই দুই মহিলার বাড়িতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। খবর পেয়ে গ্রামে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ। পুলিশের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় মহিলারা।
স্থানীয় সূত্রে জানা খবর, কোতুলপুরের খুনডাঙ্গা মহাপাত্রপাড়া এলাকার বাসিন্দা সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র এলাকার মহিলাদের নথি সংগ্রহ করে তাঁদের নামে বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ তোলেন। বিনিময়ে এলাকার মহিলাদের মাথাপিছু মাত্র দু'হাজার টাকা করে সাহায্যও করেন। সমাপ্তি ও শিখা মহাপাত্র সেই ঋণের মাসিক কিস্তিও এতদিন পরিশোধ করে আসছিলেন।
কিন্তু সম্প্রতি তাঁরা একাধিক কিস্তি শোধ না করায় ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থার আধিকারিকরা এলাকার মহিলাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার চাপ দিতে শুরু করেন। অভিযোগ এই সময়ই এলাকার মহিলারা জানতে পারে তাদের নামে ও তাদের নথি ব্যবহার করে সমাপ্তি ও শিখা মহাপাত্র বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা আর শোধ করছেন না।
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভের পারদ চড়তে থাকে এলাকার মহিলাদের। এদিন সকালে এলাকার মহিলারা সম্মিলিত ভাবে চড়াও হন সমাপ্তি ও শিখা মহাপাত্রর বাড়িতে। ওই দুজনের বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আস্বাস দিলে বিক্ষোভ ওঠে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news