#বাঁকুড়া: বাড়ির মনসা পুজোর জন্য পুকুরে পদ্ম ফুল তুলতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের শ্যামবাঁধ নামের একটি পুকুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া ব্যাক্তির নাম তারাপদ লোহার। নিখোঁজ ব্যাক্তির সন্ধানে পুকুরে তল্লাশি শুরু করেছে দমকল ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে মনসা পুজো থাকায় এদিন সকাল ৬ টা নাগাদ বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের শ্যামবাঁধে পদ্ম ফুল তুলতে আসেন বছর পঁয়তাল্লিশের তারাপদ লোহার। তাঁর বাড়ি শহর লাগোয়া বাঁধগাবা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি পুকুরে নামার সময় কেউ কেউ তারাপদকে নিষেধও করেন। কিন্তু সে নিষেধে কান দেননি তিনি। এর কিছুক্ষণের মধ্যেই তিনি জলে তলিয়ে যান। ঘটনা চোখে পড়ে ওই পুকুরে সে সময় স্নান করতে আসা স্থানীয়দের। স্থানীয়রাই খবর দেন বিষ্ণুপুর পুরসভার স্থানীয় কাউন্সিলারকে। এরপর দমকল ও বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাছ ধরার নৌকার সাহায্যে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘন্টা ধরে পুকুরের জলে তল্লাশি চালানো হলেও এখনও কোনো খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তির।
আরও পড়ুন: মিজোরামে বসে বাংলার জন্য নতুন স্ট্র্যাটেজি দিলীপ ঘোষের, তুমুল শোরগোল দলেরই অন্দরে
এদিকে, টানা বৃষ্টি চলছে ভুটান পাহার এবং ডুয়ার্সে। যার কারণে জলস্ফীতি দেখা দিয়েছে নদীগুলিতে। জলের স্রোত রয়েছে। তার মধ্যে গিলান্ডি নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। চাঞ্চল্য ধূপগুড়িতে। দুই বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে এক বন্ধু তলিয়ে গেল নদীতে। ধূপগুড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড এবং উত্তর গোসাইরহাট প্রমোদ নগর কলোনী সংলগ্ন গিলান্ডি নদীর ঘটনা। তলিয়ে যাওয়া কিশোরের নাম পৃথ্বীশ রায়। বয়স ১২ বছর। নিখোঁজের খোঁজে নামানো হয়েছে সিভিল ডিফেন্স।
আরও পড়ুন: নাড্ডার বাড়িতে আজ জরুরি বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীতে মহাচমক বিজেপির?
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু মিলে জাল দিয়ে মাছ ধরতে নামে গিলান্ডি নদীতে। সে সময় নদীতে তলিয়ে যায় পৃথ্বীশ রায়। ধূপগুড়ির পূর্ব মাগুরমারী এলাকার বাসিন্দা প্রদীপ রায়ের ছেলে পৃথ্বিশ রায়। গতকাল বিকেলেই ব্লক প্রশাসনকে জানানো হলে নদীতে খোঁজ শুরু হয়। রবিবার সকাল থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা নিখোঁজের খোঁজে নেমেছেন। নদীর ধারে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, West Bengal news