#বাঁকুড়া: বাঁকুড়া শহরে আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যান দফতরের অধীনে চলা আদিবাসী ছাত্রীদের থাকার নিবেদিতা সেন্ট্রাল হোস্টেলে বিভিন্ন অব্যবস্থার প্রতিবাদে আজ বাঁকুড়া শহরে জেলা আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যান দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল ছাত্রীরা । ওই হোস্টেলে একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত কমবেশি ১৩০ জন আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর ছাত্রী থাকে ।
বেশ কিছুদিন ধরেই ওই হোস্টেলে পানীয় জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ । এছাড়াও গোটা হোস্টেলে অস্বাস্থ্যকর অবস্থায় ছাত্রীরা বসবাস করতে বাধ্য হচ্ছে বলেও দাবি ছাত্রীদের । হোস্টেলের নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর বাসন পত্র দিয়ে রান্না খাবার খেয়ে প্রায়শই ছাত্রীরা কঠিন অসুখে আক্রান্ত হচ্ছে বলেও দাবি । ছাত্রীদের অভিযোগ অব্যবস্থার কথা স্থানীয় আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যান দফতরে জানাতে গেলে বারেবারেই তাঁদের প্রতি যথেষ্ট দুর্ব্যবহার করেন প্রোজেক্ট অফিসার ।
এর প্রতিবাদে ও হোস্টেলের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে আজ হোস্টেলের ছাত্রীরা দফতরে তালা ঝুলিয়ে খালী বালতি , হাঁড়ি , থালা নিয়ে প্রতিবাদে সামিল হন । তালা বন্দী করে রাখা হয় দফতরের কর্মী ও আধিকারিকদেরও । বিষয়টি নিয়ে ছাত্রীরা দফতরের প্রতি ক্ষোভ উগরে দিলেও দফতরের আধিকারিকরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, ETV News Bangla, Hostel