• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • রিষড়ায় ব্যাঙ্ক জালিয়াতি, গায়েব সাড়ে ৭ লক্ষ টাকা

রিষড়ায় ব্যাঙ্ক জালিয়াতি, গায়েব সাড়ে ৭ লক্ষ টাকা

এটিএম জালিয়াতির মাঝে এবার চেক জাল নিয়ে উদ্বেগ ছড়াল রিষড়ায়। চেক জাল করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

এটিএম জালিয়াতির মাঝে এবার চেক জাল নিয়ে উদ্বেগ ছড়াল রিষড়ায়। চেক জাল করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

এটিএম জালিয়াতির মাঝে এবার চেক জাল নিয়ে উদ্বেগ ছড়াল রিষড়ায়। চেক জাল করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

 • Share this:

  #রিষড়া: এটিএম জালিয়াতির মাঝে এবার চেক জাল নিয়ে উদ্বেগ ছড়াল রিষড়ায়। চেক জাল করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে ব্যাঙ্কে রাখা টাকার সুরক্ষা নিয়ে।

  রিষড়া বকুলতলার বাসিন্দা দম্পতি সঞ্জয় ঘোষ ও রত্না ঘোষ। UCO ব্যাঙ্ক রিষড়া ব্রাঞ্চে তাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে দুটো চেক দিয়ে গত মাসের ৫ তারিখে ৩,৮৫,০০০ টাকা ও ২১ তারিখে ৩,১০,০০০ টাকা তোলা হয়। ২৭শে অক্টোবর সঞ্জয় বাবু পাস বই আপ ডেট করাতে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে কেউ চেক ভাঙিয়ে ঐ টাকা তুলে নিয়েছে। যে চেকে টাকা তোলা হয়েছে সেই চেক সঞ্জয় বাবুর বাড়িতেই রয়েছে।

  রিষড়া থানায় অভিযোগ দায়ের করার পর জানা যায় ঐ টাকা কল্যানীর UCO ব্যাঙ্ক থেকে তোলা হয়েছে। বাড়িতে চেক রয়ে গেল অথচ সেই চেক দিয়ে টাকা তুলে নিল জালিয়াত ৷ আর সে বিষয়ে টেরই পেল না আমানতকারী বা ব্যাঙ্ক। প্রশ্ন উঠছে আমানতকারীর জমা টাকার সুরক্ষা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রিষড়া থানার পুলিশ। ঘটনার কথা স্বীকার করে তদন্তের কথা বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু নতুন নতুন জালিয়াতিতে ভরসা হারাচ্ছেন গ্রাহকরা।

  First published: