#বীরভূম: স্যালারি অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় আটচল্লিশ হাজার টাকা লোপাট। প্রতারণার অভিযোগ বীরভূমের সিউড়ির সুভাষ পল্লির বাসিন্দা প্রভাতরঞ্জন গোস্বামীর। দীর্ঘদিন দার্জিলিঙের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন প্রভাতরঞ্জন। বছর কয়েক আগে চাকরি ছেড়ে ফিরে আসেন সিউড়িতে। কিন্তু তাঁর পিএফের টাকা দীর্ঘদিন বাকি পড়ে ছিল সংস্থার কাছে।
আরও পড়ুন: ‘ঘুমন্ত হাতি’ ভারত এখন দৌড়চ্ছে, গোটা বিশ্ব সেই দৌড় দেখছে : প্রধানমন্ত্রী
১৫ দিন আগে এক মহিলা তাঁকে ফোনে জানান, পিএফের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গতকাল সিউড়ির বেসরকারি ব্যাঙ্কে টাকা পড়েছে কিনা জানতে যান। কিন্তু পাসবই আপডেট করার পর মাথায় হাত প্রভাতরঞ্জনের। পাসবই অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই মাসের ৫ থেকে ৮ তারিখের মধ্যে পাঁচ দফায় প্রায় ৪৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সিউড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ির থানার সাইবার সেল।
আরও পড়ুন: এগিয়ে চলেছে ভারত, ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত : প্রধানমন্ত্রী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Fraud, Bank Fraud in Birbhum