#হাওড়া: জলে যাচ্ছে জল৷ রাস্তার পাশে বসানো ট্যাপ কল, কিন্তু অধিকাংশতেই ট্যাপ নেই৷ তাই পানীয় জল পড়ে যাচ্ছে ঝরঝরিয়ে৷ এই ছবি ধরা পড়ল হাওড়া পাঁচলার গঙ্গাধরপুর পঞ্চায়েত এলাকায়৷জলই জীবন, জলের জন্য কলের সামনে লম্বা লাইন৷ কোথাও জল সংকটে ভুগছেন এলাকার মানুষ৷ নিজেদের টাকা খরচ করে জল কিনে খেতে হচ্ছে৷ অথচ এই জলই আবার নষ্ট হচ্ছে হাওড়ায়৷ ট্যাপ কল থেকে অনবরত পড়ে যাচ্ছে পানীয় জল৷ প্রশাসন থেকে সাধারণ মানুষ কারও ভ্রুক্ষেপ নেই ৷
একসময়ের নদী, পুকুর বা জলাশয়ের জল বিশুদ্ধ করে পানীয় হিসেবে ব্যবহৃত হতো। কালক্রমে ধীরে ধীরে পানীয় জল হিসেবে ব্যবহৃত হতে শুরু করে ভূগর্ভস্থ জল। বর্তমানে হাওড়া জেলার প্রায় সর্বত্রই ভূগর্ভস্থ জল তুলে পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারিভাবে ভূগর্ভস্থ জল তুলে শোধন করে টাইম কলের মাধ্যমে নির্দিষ্ট টাইমে এলাকায় এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়া হয়। এলাকার রাস্তার পাশে লক্ষ্য করা যায় ট্যাপ কল। প্রতিদিন তিন থেকে চারবার নিয়মিত জল পাওয়া যায় এই কলে। অধিকাংশ কলেই দেখা গেল, কেউ জল ব্যবহার করছে না, অথচ ট্যাপ কল থেকে অনরগল জল পড়ে নষ্ট হচ্ছে৷ ওই জল সরাসরি মিশছে নর্দমা বা জলাশয়ে।
আরও পড়ুন: কালো কালিতে কাটা হল বিদ্যালয়ের নাম! জমি দখল করতে স্কুল উচ্ছেদ রেলের !
স্থানীয় মানুষের অভিযোগ, প্রশাসন উদাসীন। অধিকাংশ কলে ট্যাপ নেই৷ তা লাগানোরও কোনও উদ্যোগ নেই প্রশাসনের৷ অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সারা বছরই, প্রশাসনের সঙ্গে আরও বেশি করে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তবেই জল অপচয় বন্ধ হবে৷
Rakesh Maity
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Howrah news, Water