Home /News /south-bengal /
Bangla News: গঙ্গায় স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড শেওড়াফুলিতে, মৃত ২

Bangla News: গঙ্গায় স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড শেওড়াফুলিতে, মৃত ২

Bangla News

Bangla News

শ্রীরামপুর রাজ্যধরপুরে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা। (Bangla News)

 • Share this:

  #হুগলি: গঙ্গায় তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল দু'জনের। ঘটনাটি ঘটেছে বুধবার শেওড়াফুলি ছাতুগঞ্জের গঙ্গার ঘাটে। তরুণীর ওড়না দিয়ে একজনকে বাঁচানো গেলেও, দু'জন তলিয়ে যান। শেওড়াফুলি ছাতুগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে এমন ঘটনা ঘটে। মৃতরা রাজস্থানের খাটুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতরা হলেন প্রদীপ সিং বয়স ২৫ ও রেখা রাম, তাঁর বয়স ২৬। শ্রীরামপুর রাজ্যধরপুরে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা। (Bangla News)

  আরও পড়ুন: টাইগার শ্রফকে দেখে জ্ঞানই হারালেন মহিলা ভক্ত, তারপর কী করলেন নায়ক? দেখুন

  পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর বেলায় তিনজন শেওড়াফুলি ছাতুগঞ্জের ঘাটে স্নান করতে নামেন। গঙ্গার জলে তলিয়ে যান তিনজনই। তাঁদের ডুবে যেতে দেখে ঘাটে স্নান করতে নামা অপরিচিত এক তরুনী নাসিমা খাতুন তাঁর ওড়না ফেলে দেয় লখিন্দরের দিকে। ওড়না ধরে কোনও ভাবে প্রানে বাঁচেন লখিন্দর। বাকি দু'জন তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘাটে। লঞ্চ দিয়ে তাঁদের খোঁজে তল্লাসি শুরু করে পুলিশ।

  আরও পড়ুন: ৬ ঘণ্টা ধরে স্তন ক্যানসারের অস্ত্রোপচার, অসহ্য যন্ত্রণায় কাতর অভিনেত্রী কী জানালেন?

  নাসিমা খাতুন নামে ওই তরুনী জানিয়েছেন, 'তাঁরা চার জন তখন স্নান করছিলেন। সে সময় তিন যুবক জলে নামেন। হঠাৎ করেই তিনজন ডুবে যেতে থাকে। হাত তুলে বাঁচাও বাঁচাও করতে থাকে। তখন আমার ওড়নাটা আমার এক বন্ধুকে দিয়ে দিই সে ওড়না ছুঁড়ে দিতেই, একজন তা ধরে উঠে আসে। সে সময় ঘাটের আসে পাশে আর কেউ ছিল না। বাঁচানোর জন্য অনেক ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি।' একমাত্র প্রাণে বাঁচা লখিন্দর জানায়, তাঁরা স্নান করতে নেমেছিল। পা পিছলে যায়। ঐ তরুণীর ওড়না ধরে সে প্রাণে বাঁচে।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Bangla News, Ganga river

  পরবর্তী খবর