রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান : নেশাগ্রস্ত যুবকের কাণ্ড দেখে হাসবেন। নেশার তীব্র ঘোরের মধ্যেই এক যুবক গিয়েছিলেন চুরি করতে। যে দোকানে চুরি করতে গিয়েছিলেন, চুরি করা জিনিস বিক্রিও করতে চেয়েছিলেন সেই দোকানে। নেশার ঘোরে দোকানে বসে বসেই ঝিমুনি এসেছিল তার। দোকানের মালিক এসে অভিযুক্তকে চেপে ধরতেই, করেছিলেন পালানোর চেষ্টা। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা তাকে ধরে উত্তম মধ্যম দিয়েছেন। রানীগঞ্জের রক্ষাকালী মন্দির গলিতে সোনা রুপোর দোকানে এমন চুরির ঘটনায় চোখ কপালে উঠেছে সবার।
উল্লেখ্য, রানিগঞ্জের রক্ষা কালী মন্দির গলিতে রয়েছে একাধিক সোনা রুপোর দোকান। অভিযোগ, এদিন দুপুরে দোকান মালিক কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে ছিলেন। তখনই দোকানে ঢুকে অভিযুক্ত যুবক শোকেস থেকে বিভিন্ন রুপোর জিনিস বের করে নেন। তারপর আবার ওই দোকানে বসে জিনিসগুলি বিক্রি করতে চেয়েছিলেন তিনি। নেশাগ্রস্ত যুবকের হাতে থাকা জিনিসগুলি দেখে চিনতে পারেন দোকান মালিক।
আরও পড়ুন: পুরী ভালোবাসেন যারা, তাদের জন্য বিরাট খবর! আর রইল না থাকার চিন্তা, বড় সিদ্ধান্ত মমতার
সঙ্গে সঙ্গে ওই যুবককে জেরা শুরু করেন মালিক। তখন ওই যুবক দোকান ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। আশপাশের সমস্ত ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরেন। অভিযুক্ত যুবকের কাছে থেকে চুরি করা সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে। তবে ব্যাপকভাবে নেশাগ্রস্ত থাকায় ওই যুবক বিশেষ কিছু বলতে পারেননি।
আরও পড়ুন: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য
অন্যদিকে, এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যবসায়ীরা বলছেন, সবার উপরেই গলিতে আগেও বেশ কয়েকটি চুরির ঘটনা হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকান মালিকরা। এইভাবে দিনে দুপুরে হাত সাফাই করছে বিভিন্ন চোরের দল। তাই ব্যবসায়ীদের প্রশাসনের কাছে আবেদন, ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হোক। পুলিশকর্মীরা মাঝে মাঝে রেইকি করুন। যাতে করে এই ধরনের চোরদের উপদ্রব এলাকায় কমে। বারবার চুরির ঘটনা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
----Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।