হোম /খবর /নদিয়া /
'পাশে শুতে চাই', এ কেমন আবদার! চুরি করতে এসে চোর যা করল, অবিশ্বাস্য!

Bangla News: 'পাশে শুতে চাই', এ কেমন আবদার! চুরি করতে এসে চোর যা করল, অবিশ্বাস্য!

এ কেমন চোর!

এ কেমন চোর!

Bangla News: মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ২০০০ টাকা এবং ফোন নিয়ে চম্পট দেয় চোর।

  • Share this:

শান্তিপুর: গণ ডেপুটেশন গণ-আন্দোলন কথাগুলো পরিচিত হলেও গণচুরির দৃষ্টান্ত বোধহয় নদিয়ার শান্তিপুরেই মেলে। একই রাত্রে শহরের ২৩, ২১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল রাধাকৃষ্ণ পল্লী এক নম্বর শান্তিগড় কলোনি, লালবেদি এলাকার সাতটি বাড়িতে গণ চুরি হয়েছে শুক্রবার রাতে। চুরিতে চোর এতটাই পটু তার উদাহরণ পাওয়া গেল রাধাকৃষ্ণ পল্লীর রেখা দাসের বাড়িতে। সেখানে স্বামী বাড়ি না থাকায়, রেখা দেবীর শোয়ার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে চোরের দুঃসাহসিক আবদার করে তার পাশে শোয়ার। তার গলার সোনার চেন ধরে টানতেই, তিনি চিৎকার চেঁচামেচি করলে পাশের ঘরে ছেলে এবং বৌমা ছুটে আসার আগেই পলাতক চোর।

মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ২০০০ টাকা এবং ফোন নিয়ে চম্পট দেয় চোর। লিটন বিশ্বাসের পরিবার সদস্যরা বারান্দার গ্রিলে তালা দিয়ে শুয়ে থাকা সত্ত্বেও ঘরের আলমারী ভেঙে তিন হাজার টাকা এবং মোবাইল নিয়ে যায় চোর। এ প্রসঙ্গে লিটন বাবু বলেন তার মেয়ে, রাতে অন্তত তিনবার ওঠে কিন্তু গতকাল সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাদের আশঙ্কা ঘুমের কোন ওষুধ স্প্রে করা হয়েছিল।

আরও পড়ুন: কুন্তল-তাপসদের থেকে টাকা কার কাছে? এবার ‘বড়’ নাম? সিবিআই-কে বিরাট নির্দেশ

এই ঘটনার পরে চেঁচামেচি হতেই প্রতিবেশী নমিতা বিশ্বাস বাড়িতে আসেন, ফিরে গিয়ে দেখেন, বারান্দায় রাখা সাইকেল উধাও। এক নম্বর শান্তি বাসিন্দা, গণেশ মণ্ডলের মোবাইল নেওয়ার পরেও চুরির চেষ্টা বানচাল হয় তার মায়ের চেঁচামেচিতে। দালাল পাড়ার দীপক মল্লিকের বাড়ি থেকে নগদ তিন হাজার টাকা এবং একটি মোবাইল চুরি হয় ওই রাতেই।
ওই এলাকারই হারাধন সিংহের গ্রিলের দরজার তালা ভেঙে, হ্যাঙ্গারে ঝুলন্ত প্যান্ট নিয়ে চলে যায় বেশ কয়েকটা, তার স্ত্রী অন্ধকারে ঘরের মধ্যে একজনকে দেখতে পেয়ে জাপটে ধরতে চেষ্টা করে, হাতের ক্যাশ বাক্স বারান্দায় ফেলে, মহিলাকে ধাক্কা দিয়ে চোর পালায়। যদিও কিছুটা দূরে গিয়ে চুরি করা ওই প্যান্টের পকেট থেকে মানিব্যাগে রাখার ২ হাজার টাকা এবং সাইড পকেটে রাখা ২ হাজার টাকা নিয়ে সেখানেই প্যান্ট ফেলে, চোরের চটি জোড়া ফেলে রেখে পালায়।

আরও পড়ুন: সিবিআই দফতরে কে ঢুকলেন? মুহূর্তে তোলপাড় পড়ল! বড় প্রস্তুতি নিচ্ছেন অফিসাররা

শহরে একই রাত্রে এই সাত বাড়িতে চুরির পরিপ্রেক্ষিতে চোখে মুখে আতঙ্কের ছাপ এলাকাবাসীদের। তাদের দাবি পুলিশিটহলদারি বাড়ুক। পরদিনসকালে বেশ কয়েকটি বাড়িতে শান্তিপুর থানার পুলিশ উপস্থিত হয়, তবে সিসি ক্যামেরা না থাকার জন্য তদন্ত খুব সহজ নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই গৃহস্থের উদাসীনতাও চোখে পড়ে তাদের। নিজেদের সাবধান হওয়া প্রথম প্রয়োজন বলে মনে করছে, শান্তিপুর থানার পুলিশ।

—— মৈনাক দেবনাথ

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, West Bengal news