হোম /খবর /হুগলি /
খাচ্ছিল ছাত্রটি, হঠাৎ মাথা ভিজল রক্তে! খুব সাবধান, এমন ঘটতে পারে আপনার সঙ্গেও

Bangla News: টিফিন খাচ্ছিল ছাত্রটি, হঠাৎ মাথা ভিজে গেল রক্তে! খুব সাবধান, এমন ঘটতে পারে আপনার সঙ্গেও

X
এ [object Object]

Bangla News: ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথা ফাটল আইটিআই কলেজের ছাত্রের।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পান্ডুয়া: মরশুমের প্রথম কালবৈশাখীতেই মাথা ফাটল এক পড়ুয়ার। ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাথা ফাটে আইটিআই ছাত্রের। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার গাজিনা দাসপুর এলাকার আইটিআই কলেজে। আহতই ছাত্র পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। আহত ওই ছাত্রের নাম তুহিন মালিক।

গত কয়েক সপ্তাহের ভ্যাপসা গরমের পর এদিন দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়ো হাওয়া কোথাও কোথাও আবার হালকা বৃষ্টিও । গরমের মধ্যে যখন কালবৈশাখীকে উপভোগ করছিল জেলার মানুষজন, সেই সময়ঝড়ের সময় গাছের ডাল মাথার উপর পড়ে আহত হন পান্ডুয়া গজিনা দাসপুর এলাকার পান্ডুয়া গভর্নমেন্ট আইটিআই কলেজের ছাত্র তুহিন মালিক। তার মাথার পিছন দিকে আঘাত লাগে তড়িঘড়ি তার সহপাঠীরা তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা হয়।

আরও পড়ুন: হাতে দেখিয়ে বললেন, 'খুলে ফেলেছি', অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! তুমুল শোরগোল

তুহিন জানায়, আজ দুপুরে সহপাঠীদের সঙ্গে বসে টিফিন খাচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ একটি গাছের ডাল তার মাথায় পড়ে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে রক্তক্ষরণ হতে থাকায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।তুহিনারা সহপাঠী সঞ্জয় হেমব্রম বলেন, তারা একসঙ্গে পাঁচ ছয় জন মিলে গাছ তলায় বসে টিফিন খাচ্ছিলেন। সেই সময়ই ঝড় ওঠে।

আরও পড়ুন: ফের সেই নন্দীগ্রাম, বাড়ির উঠোনে পড়ে পশুদের পোড়া দেহ! যা ঘটল, আঁতকে উঠবেন

টিফিন খাওয়া বন্ধ রেখে তড়িঘড়ি তারা ক্লাসরুমের দিকে যেতে চাইলে হঠাৎই গাছ থেকে একটি ডাল ভেঙে এসে পড়ে তার সহপাঠীর মাথায়। তারা দেখতে পান সহপাঠী তুহিন মালিকের মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কলেজের প্রিন্সিপালের কাছে গেলে প্রিন্সিপাল বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তারপরে চিকিৎসার জন্য আহত তুহিনকে হাসপাতালে নিয়ে আসে তার সহপাঠীরাই।

------ রাহী হালদার

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Hooghly news, West Bengal news