হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বারাসতে এ কী কাণ্ড! সরকারি অফিসের সামনেই যা ঘটল, তাজ্জব হয়ে যাবেন

Bangla News: বারাসতে এ কী কাণ্ড! সরকারি অফিসের সামনেই যা ঘটল, তাজ্জব হয়ে যাবেন

X
সরকারি [object Object]

Bangla News: দুর্নীতিগ্রস্ত আধিকারিক, সরকারি দফতরের সামনেই পড়ল পোস্টার!

  • Share this:

উত্তর ২৪ পরগনা: সরকারি দফতরেই পড়ল আধিকারিকের বিরুদ্ধে পোস্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে যেখানে প্রতিমুহূর্তে স্বচ্ছতার বার্তা তুলে ধরতে চাইছেন সরকারি কর্মচারীদের মধ্যে, সেখানে দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনা জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর বিরুদ্ধে রীতিমতো পোস্টার দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ঠিকা শ্রমিকরা। উঠছে অনৈতিকভাবে অর্থ দাবির অভিযোগও। বিষয়টি সামনে আসতেই রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। টাকা নিয়ে টেন্ডার পাশ করানোরও অভিযোগ জানানো হচ্ছে ওই আধিকারিকের বিরুদ্ধে।

জানা যায়, উত্তর ২৪ পরগনা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অধীন, বারাসত বিভাগের নির্বাহী বাস্তুকরের বিরুদ্ধে পোস্টার দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে ঠিকা শ্রমিকদের তরফ থেকে। বারাসাত হাতিপুকুর এলাকায় সরকারি অফিসের সামনেই সাটানো হয়েছে পোস্টার। অভিযোগ, বারাসাত বিভাগের নির্বাহী বাস্তুকরক মোহাম্মদ রেজাউল হক শেখ তার দপ্তরের ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক ভাবে নানা দাবি করছেন। যার প্রতিবাদেই এই পোস্টার।

আরও পড়ুন: ওড়িশার হাসপাতালেই সব শেষ, মৃত্যু ভানু বাগের! এগরা কাণ্ডে বিরাট মোড়

আধিকারিকের এহেন দাবিতেই সমস্যায় পড়েছেন ঠিকা শ্রমিকরা। এমনকি কাজ হারানোরও আশঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে বলেও জানান তারা। বিষয়টি নিয়ে জেলাশাসকের দফতরেও লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি বলেই দাবি। বাধ্য হয়েই প্রতিবাদ জানাতে পোস্টার দেওয়া হয়েছে সরকারি অফিসের সামনেই।

আরও পড়ুন: মাধ্যমিকের মেধাতালিকায় ‘বিপর্যয়’ কলকাতার! ১ জনও নেই, কারণ কী? পর্ষদ যা বলল…

শুধু তাই নয়, রাতের অন্ধকারে বহিরাগত ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়েও টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই সরকারি আধিকারিকের বিরুদ্ধে। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েও ফেরত দেন না বলে অভিযোগ। এমনকি বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালীদের নাম দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠছে এই সরকারি দফতরের আধিকারিক এর বিরুদ্ধে। এদিন জেলা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অফিসের সামনে প্রতিবাদের নানা পোস্টার দেখা গেল। এখন অবিলম্বে ঠিকা সংস্থা গুলি চাইছে বদলি করা হোক এই দুর্নীতিগ্রস্ত আধিকারিক কে। যদিও এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি মোহাম্মদ রেজাউল হক শেখ । তবে সরকারি দফতরের একজন সরকারী আধিকারিকের বিরুদ্ধে পোস্টার পড়তেই উঠতে শুরু করেছেন একাধিক প্রশ্ন। প্রশাসনিক স্তরে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে ঠিকা শ্রমিকরা।

—-Rudra Narayan Roy

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, West Bengal news