#বীরভূম: নিউমোনিয়া (Pneumonia) রুখতে শিশুদের টিকাকরণ (Vaccine) বীরভূমে (Birbhum)। শিশু মৃত্যুর অন্যতম একটি কারণ হল নিউমোনিয়া। তাই এই নিউমোনিয়া (Pneumonia) আক্রান্ত হয়ে শিশু মৃত্যু রুখতে বীরভূমের স্বাস্থ্য জেলায় শনিবার শুরু হলো নিউমোনিয়া ভ্যাকসিন (Pneumonia Vaccine) দান। এদিন এর উদ্বোধন করেন জেলাশাসক বিধান রায়। এছাড়াও উপস্থিত থাকেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
একইভাবে শুক্রবার এই ভ্যাকসিনের (Vaccine) উদ্বোধন হয় রামপুরহাট স্বাস্থ্য জেলায়। পাঁচ বছর বয়সী শিশুদের ফুসফুসে দানা বাঁধে নিউমকক্কাল ভাইরাস। যার ফলে ছোটো থেকেই শিশুদের মধ্যে দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা। তাই এই ভাইরাস রুখতেই রাজ্য জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য দফতর। বীরভূমের (Birbhum) সিউড়িতে নিউমকক্কাল কনজুগেট ভ্যাকসিন (Pneumonia Vaccine) বা পিভিসি দেওয়া শুরু হল শনিবার।
রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, "অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষেধক। পরপর তিনটি ভ্যাকসিনে (Vaccine) একই সঙ্গে শিশুর ম্যানেনজাইটিস, সেপ্টিসেমিয়া, কানের পুঁজ সব বন্ধ হয়ে যাবে। এতোদিন আমরা শুধু ওষুধ দিয়ে নিউমিনিয়াকে (Pneumonia) বাগে আনার চেষ্টা করতাম। এখন টিকাকরণের জেরে একদিকে ভ্যাকসিন সঙ্গে ওষুধ। এই দুই অস্ত্রের প্রয়োগে নির্মূল হয়ে যাবে নিউমোনিয়া।" 'স্ট্রেপটকক্কাস নিউমোনিয়া' নামে ব্যাকটেরিয়া যা 'নিউমকক্কাস' নামে পরিচিত। সমীক্ষায় দেখা গিয়েছে , সারা দেশে ১৬ শতাংশ শিশু নিউমিনিয়ার শিকার হয়ে মারা গিয়েছে। এই নিউমোনিয়াই শিশুদের শ্বাস নিতে সমস্যা হয়, কাশি হয়। তার সাথে সাথে শিশুরা বন্ধ করে দেয় খাওয়া দাওয়া। যদি একবছরের মধ্যে শিশুদের প্রতিষেধক দেওয়া হয় তবে আকক্রান্ত হবার সম্ভাবনা অনেক কমে যাবে।
আরও পড়ুন - Diwali Horoscope: এই Diwali-তে কার ভাগ্যে আলোর রোশনাই আর কার ভাগ্যে অমাবস্যা, বলবে Zodiac Sign
বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানান, " প্রতিষেধক দেওয়া হয় ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ কমবে। যার জেরে জনগোষ্ঠীতে সংক্রমণ ছড়িয়ে পরা রুখে দেবে।" বীরভূমে (Birbhum) সিউড়ির পিপি ইউনিটে ১৫ জন শিশুকে পিভিসি ভ্যাকসিন দেওয়া হবে। যার উদ্বোধন করে জেলাশাসক বিধান রায় বলেন, "এখন থেকে প্রতিটি সাব সেন্টারে সাধারণ টিকার সঙ্গে শিশুদের এই টিকা দেওয়া হবে। শিশুর জন্মের দেড় মাস, সাড়ে তিন মাস এবং নয় মাসে এই টিকা (Vaccine) দেওয়া হবে। এটা রাজ্য স্বাস্থ্য দফতরের এক বড়ো পদক্ষেপ।"
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Birbhum