হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফের সেই নন্দীগ্রাম, বাড়ির উঠোনে পড়ে পশুদের পোড়া দেহ! যা ঘটল, আঁতকে উঠবেন

Bangla news: ফের সেই নন্দীগ্রাম, বাড়ির উঠোনে পড়ে পশুদের পোড়া দেহ! যা ঘটল, আঁতকে উঠবেন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Bangla news: মাস দুয়েক আগেই নন্দীগ্রামে গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল আস্ত একটি বেসরকারি বাস গাড়ি!

  • Local18
  • Last Updated :
  • Share this:

নন্দীগ্রাম: নন্দীগ্রামে আগুন, গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত বাড়ি, মা মেয়ে প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর! রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ এলাকার যাত্রাখালি গ্রামে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।

বাড়ির মধ্যে থাকা মা মেয়ে বেরিয়ে আসতে পারলেও বাড়ির ভেতরে থাকা সাতটি ছাগলের পুড়ে মৃত্যু হয়েছে। বাড়ির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় মানুষজন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। রান্নাঘরের উনুনের থেকে আগুন লাগে বলে অনুমান এলাকাবাসীর।

আরও পড়ুন: হাতে দেখিয়ে বললেন, 'খুলে ফেলেছি', অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! তুমুল শোরগোল

উল্লেখ্য, মাস দুয়েক আগেই নন্দীগ্রামে গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল আস্ত একটি বেসরকারি বাস গাড়ি! আগুন লাগিয়ে স্ট্যান্ডে দাঁড়ানো বাসটিকে পুড়িয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল নন্দীগ্রামে!

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর, এবার আরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা!

আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাসটি। গভীর রাতের ঘটনাটি ঘটেছিল নন্দীগ্রামের টেঙ্গুয়া এলাকায়। নন্দীগ্রাম-মেচেদা রুটের বাসটিতে কেউ বা কারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, West Bengal news