দেগঙ্গা: চোরা পথে বাংলাদেশ থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির নকল আন্ডারওয়্যার আনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বেশ কয়েক বস্তা নকল মাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার উত্তর কালিয়ানী গ্রামে।
জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, একটি নামি কোম্পানির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দেগঙ্গার উত্তর কালিয়ানী গ্রামের একটি গোডাউনে হানা দেন জেলা ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। সে সময় একটি সাদা চার চাকা গাড়িতে করে বাংলাদেশ থেকে মাল গোডাউনে নামাচ্ছিল অভিযুক্তরা।
আরও পড়ুন: কেন মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ? কাকে বাঁচাতে? দ্বিতীয় মোবাইল খুলতেই বুঝে গেল সিবিআই
সেই সময়ে দেগঙ্গা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মালসহ গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ি থেকে বেশ কয়েক বস্তা নকল মাল আটক করে। পাশাপাশি গোডাউনে তল্লাশি চালিয়ে আরও বেশ কিছু নকল মাল এবং স্টিকার উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।
আরও পড়ুন: মেয়ে গ্রেফতার হওয়ার পরই আদালতে মুখ খুললেন অনুব্রত! যা বলে দিলেন, তোলপাড় বাংলা
ধৃতদের জেরা করে আধিকারিকরা জানতে পেরেছেন, মালগুলি বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের ভোমরা সীমানা পেরিয়ে এপারে ভারতের ঘোজাডাঙ্গায় আসত। সেখান থেকে গাড়িতে করে দেগঙ্গায় গোডাউনে আসত। গোডাউন থেকেই জেলা সহ কলকাতার বিভিন্ন দোকানে বিক্রি করা হত। ধৃতেরা অবশ্য স্বীকার করেছে এই ব্যবসার জন্য তাদের কাছে বৈধ আমদানি রফতানির কাগজপত্র নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, West bengal Police