পাথরপ্রতিমা: অবশেষে মৃত্যু হল পাথরপ্রতিমা থেকে ধরা পড়া হরিণটির। ভগবতপুর জঙ্গল থেকে কোনো কারণে হরিণটি লক্ষীপুর এলাকায় চলে এসেছিল। সেখান থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের কর্মীরা। পরে স্বাস্থ্য পরীক্ষার সময় তার মৃত্যু হয়।
বন দফতর সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে হরিণটি। এই হরিণটি চিতল প্রজাতির হরিণ। তবে কেনো হরিণটি হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে চলে এসেছিল তা খতিয়ে দেখছে বনদফতরের কর্মীরা। হরিণের মৃতদেহটিকে সৎকার করেছে বনদফতরের কর্মীরা।
আরও পড়ুন: কলকাতাজুড়ে ইডির রেইড! এমন জায়গায় হানা, চক্ষু চড়কগাছ সকলের
এ নিয়ে রামগঙ্গার রেঞ্জার অসীম দন্ডপাট জানান, ভগবতপুর জঙ্গল থেকে খুব সম্ভবত হরিণটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। পরে বনদফতরের কর্মীরা ওই হরিণটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা করা হলেও, হরিণটি মারা গিয়েছে। এই খবর শোনার পর গ্রামবাসীরা খুবই মর্মাহত। এ নিয়ে স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক হিমাদ্রি মন্ডল জানান, তীব্র গরমে কাহিল হয়ে গিয়েছিল হরিণটি। গ্রামবাসীরা ফ্যানের হাওয়াও দেয়।
পরে বনদফতরের কর্মীরা নিয়ে যায়। এখন শুনছি হরিণটি মারা গিয়েছে। এই ঘটনায় গ্রামবাসীরা খুবই মর্মাহত। হৃদরোগে আক্রান্ত হয়ে হরিণটি মারা গিয়েছে বলে শুনেছেন তিনি।
—নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, West Bengal news