বোলপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বীরভূম সফরের চার দিনের মধ্যে দল ছাড়লেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান। "নামমাত্র পার্টিতে থাকা। তার থেকে না থাকা অনেক ভালো। তাই বিজেপি থেকে বিদায় নিলাম।" দলের প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে পোস্ট করে দল ছাড়লেন বিজেপির মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান।
দলত্যাগী ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নাম সমীর লোহার। তিনি বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ - প্রধান। মঙ্গলবার বিকেলে তিনি তার ফেসবুকে ওয়ালে দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা
অনুব্রতহীন যে বীরভূমকে পাখির চোখ করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে রাজ্যে আসরে নেমেছে বিজেপির হাই কম্যান্ড, সেই জেলায় বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের দল ছাড়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
সমীর লোহার ২০১১ সাল থেকে বিজেপি দলের সঙ্গে যুক্ত। ১২ বছর বিজেপিতে থাকলেও দলে তাকে গুরুত্ব দেওয়া হত না। দলের উর্দ্ধতন নেতৃত্বকে বিষয়টি বারবার জানালেও তারা কোন সুরাহা করেনি বলে তাঁর দাবি। তাই তিনি দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Bangla News, Bengal BJP